আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক হুমায়ূন ভক্ত

ভাবতে ভাবতেই একসময় হারিয়ে যেতে চায় ভাবনার জগতে তখন সবেমাত্র ক্লাস সিক্সে উঠেছি। বছরের প্রথম পড়ালেখার চাপ নেই। মনে পড়ে দিনটি ছিল বৃষ্টির দিন। বাসায় অলস সময়, হঠাৎ শেলফের দিকে নজর গেল। কখনো বই পড়ার অভ্যাস ছিল না।

তারপরও কেন যেন নিজের অজান্তেই কোন এক অজানা কৌতুহলে হুমায়ূন আহমেদের "চলে যায় বসন্তের দিন" বইটা হাতে নিলাম। দুইদিনে বইটা পড়ে শেষ করলাম। ছোট একটা বই চাইলে টানা পড়ে সেইদিনই শেষ করা যেত কিন্তু কেন যেন মনে হত যদি বইটা শেষ হয়ে যায়। এই জন্য একটু একটু করে পড়তাম তারপরও শেষ হয়ে গেল। এই শুরু তারপর অনেক বই পড়েছি কিন্তু তার মত লেখনি অন্য কারও লেখাই খুঁজে পাইনি।

স্কুলে যখনি তোমার প্রিয় ব্যক্তিত্ব টাইপের কিছু লিখতে দিত হুমায়ূন আহমেদকে লিখতে চাইতাম কিন্তু লিখতে গিয়ে বুঝতাম তার সম্পর্কে তো কিছুই জানিনা। আস্তে আস্তে জানতে চেষ্টা করতাম। তারপর কৈশোর পেরুলাম কিন্তু তার সম্পর্কে তেমন কিছুই জানতে পারলাম না। কিছুটা বুঝতে চেষ্টা করলাম তার "ফাউন্টেনপেন" আর "কাঠপেন্সিল" পরে। আজও বইমেলা আমাকে টানে শুধুমাত্র হুমায়ূন আহমেদের বই কিনব বলে।

তার বই পরে কতবার যে রূপার প্রেমে পড়েছি, কতবার যে হিমু হতে চেয়েছি তার ইয়ত্তা নেই। এর মাঝে অনেকে অনেক কথা বলত বাংলাদেশে আর লেখক নাই ঐ কি একাই। যে যাই বলুক আমি যদি কোন একটি রবীন্দ্রনাথের বই পড়ে থাকি বা শরতের বই বা বঙ্কিমের বই পরে থাকি তা শুধুমাত্র হুমায়ূন আহমেদের কিছু কিছু লেখাই তাদের উল্লেখ থাকার জন্য। আমার কাছে ভাবতে ভাল লাগে যে আমি হুমায়ূন আহমেদ যুগের একজন পাঠক এবং কোন একজন বড় মাপের লেখকের গরম গরম প্রকাশিত বই পড়তে পেরেছি। নিঃশন্দেহে হুমায়ূন আহমেদ বাংলাদেশের সেরা ১০ জন লেখকদের একজন।

যিনি আমাকে বৃষ্টির সৌন্দর্য বুঝিয়েছেন, ভালো লাগাতে শিখিয়েছেন প্রকৃতিকে। অনেকে অনেক কথাই বলেন তিনি নাস্তিক, কিন্তু আমি তার কোন লেখাতেই নাস্তিকতার ছাপ খুঁজে পাইনি। অনেকেই বলেছে তিনি সস্তা লেখক কিন্তু আমি পরক্ষণেই উপলব্ধি করতাম কোন লেখকের লেখা তো আমার চোখে একফোটা জল নিয়ে আসতে পারেনি কোন লেখক তো আমার ঠোটে একফোটা হাসি আনতে পারেনি। কোন লেখক তো আমার সাথে বাংলা সাহিত্যের পরিচয় করিয়ে দিতে পারেনি। কোথাকার কোন অজানা অচেনা সস্তা লেখকের লেখনিতেই আমি এ সব কিছু অনুভুব করেছি।

আমার এই কাঁচা হাতের লেখাই এর চেয়ে বেশি কিছু আর লিখতে চাই ন..। .। .। । বড়ই অভাগা জাতি আমরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।