আজ ভোর হয়নি।হয়তো কাল-ও হবেনা।চারিদিকে ভীষণ কাল।ভোর হবার প্রতিক্ষায়.... শ্রাবনের চতুর্থ দিবস। মনের সামনে একটা ঈষদচ্ছ কালো পতাকা... একি!হিমুর পাঞ্জাবিটাও রঙ চটে সাদা হয়ে গেল? স্যার, স্যার! আপনি জানেন? হিমু আর হলুদ পাঞ্জাবি পড়ে হাটবে না! কেন হাটবে না তা নিয়ে মিসির আলী-ও আর ঘাটাবেন না! এত গুলো চরিত্র-কে ইহলোকে অলস বানিয়ে দিয়ে গিয়ে আপনি কি শান্তি পেলেন বলুন তো? হয়ত মহাজাগতিক ক্যাল্কুলেশন শেষে তাঁর স্থান স্বর্গ না হয় নরকে... হে নন্দিত নরক... এতগুলো হৃদয়ের ভালোবাসায় সিক্ত অস্রু কি তোমার গতিতে মন্দন যোগাবে না? #কি মাযহার সাহেব? আপনার সোনার ডিম পাড়া হাঁস তো আর নেই। ধিক! ধিক আপনাদের শতাধিক! আপনারা না থাকলে হয়ত আজ "নন্দিত নরকে","জ্যোতস্না ও জননীর গল্প","কোথাও কেও নেই"উচ্চারনের সময় আরও শ খানেক সময়ের মাইলফলক থাকত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।