রূপকথা প্রথমে সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা বলতে যাদের নেটে স্পিড কম তারা অনলাইন ভিডিও দেখার সুখ থেকে বণ্চিত হই।কিন্তু আর হবে না ।প্রশ্ন কি করে হবে? উত্তর- প্রথমে আপনাকে real player ডাউনলোড করে ইনস্টল করতে হবে । পাবেন এই http://realplayer.en.softonic.com/ খানে। তারপর mozilla firefox ওপেন করে সেটিং এ options ওপেন করে applications এ rtsp কে use real player (default) করতে হবে। এ বার mozilla firefox খুলে এই (১)http://m.vuclip.com/ (২)http://m.youtube.com/ দুটো সাইটের যে কোন একটি তে যান আর online video কোন buffering ছারা উপভোগ করুন । আর একটা কথা যারা rtsp খুজে পাননি তারা real player ডাউনলোড করে ইনস্টল আর উপরে দেওয়া দুটো সাইটের যে কোন একটি তে যান আর online video কোন buffering ছারা উপভোগ করুন । ভালো থাকুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।