আমাদের কথা খুঁজে নিন

   

মরণ সম্ভবত: একটি জোছনা-জাগতিক গল্প

গেরিলা কথাবার্তা ১. রাইতটি চান্নিপসর? পথে হাঁটতে হাঁটতে আমাদের হাওয়ায় বিভ্রম ছিল। মরণ সম্ভবত: একটি জোছনা-জাগতিক গল্পই। হুমায়ূন মরে নাই, জোছনায় গা ভিজাতে গেছেন। আল্লাহ হুমায়ূনকে জান্নাত দিন। ২. হুমায়ূন সারা জীবন কিছু মিরাকলের গল্প করেছেন।

গল্প শুনতে শুনতে আমাদের মিরাকলেই বিশ্বাস হয়ে যায়। এখনো বিভ্রম। মনে হয় সেই সময়, সেই কাহিনী শোনার সন্ধ্যা। আবার গল্পের মতই। আমরা ল্যাম্প জ্বালিয়ে বসে থাকবো।

অপেক্ষা করবো স্টোরি-টেলারের জন্য। যদি এসেই যায়! :::::::::::::::::::::::::::::::::::::::::::: চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়..  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।