আমাদের কথা খুঁজে নিন

   

ভবন ধস: অনুদানের চেক নিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে’ দেয়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের চেক বুঝে নেন তিনি।
এর আগে রোববার ক্ষতিগ্রস্থদের জন্য  ৩৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, এফবিসিসআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাপলো কন্সট্রাকশনসের প্রধান নির্বাহী, পেট্রোবাংলার চেয়ারম্যান, মেসার্স ইসলাম অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক, উত্তরার বায়তুল নূর জামে মসজিদ ফাউন্ডেশনের সভাপতি, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক এবং বন ও পরিবশে মন্ত্রলালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এছাড়া কয়েকজন স্কুল শিক্ষার্থী তাদের টিফিনের টাকা জমিয়ে এবং জন্মদিন উৎসবের খরচ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান। 
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ধসে মৃতের সংখ্যা ইতোমধ্যে সাতশ ছাড়িয়ে গেছে, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।
ওই ভবনে পাঁচটি তৈরি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন। আগের দিন ভবনে ফাটল দেখা দিলেও পরদিন ভয়-ভীতি দেখিয়ে সেখানে কাজ করতে বাধ্য করা হয় বলে বেঁচে আসা শ্রমিকরা অভিযোগ করেছেন।
প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আগামী ১৪ মে প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিলে তৃতীয় দফা অনুদানের চেক গ্রহণ করবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।