আমাদের কথা খুঁজে নিন

   

।। নাবিকখেকো তিমির সমান ভয় ।।

বাঙলা কবিতা শ্রাবণ-করা মন খারাপের মেঘে__ এই যে ধু ধু জীবন, রইলো ভেসে বিষণ্নে আজ জেগে; এই যে এমন উদাস তুলো, খুব বেনামী স্বপ্নদ্যাখা মন, স্বপ্নদৃশ্যে কেউ নাই তো! একলা আমি। তুমিও কি স্বপ্নে দ্যাখো শূন্য-আকাশ? গুলিবিদ্ধ, অসত্য মাঠ, অসীম থেকে খ'সে পড়ছে প্রবাসী-হাঁস! ঢল-নামানো মন খারাপের দিনে এই যে পরাহৃদয়, অসুখ পুষছে__ চিনচিনে, রিনরিনে; তোমারও কি এই অনুভব হয়? আকাশ থেকে ঝরছে হঠাৎ নাবিকখেকো তিমির সমান ভয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।