আমাদের কথা খুঁজে নিন

   

এত জিপিএ-৫ যাবে কই??/৫-পেয়ে তারা এত লাফালাফি করে ক্যান? তারা কি আসন্ন বিপদ সম্পর্কে অবগত নয!!!?

বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়। । ৬১ হাজার জিপিএ-৫!!!! বাহ অসাধারন ফলাফল। শিক্ষার্থী এবং শিক্ষা সংশ্লিষ্ট সবাই-কে শুভেচ্ছা ও অভিবাদন!! যারা ৫-পায়নি তাদের নিয়ে পরে কমু.। আগে যারা ৫-পেয়েছে তাদের নিয়ে প্যাঁচাল মেরে নিই, যারা পায় নি তাদের নিয়ে পরে কমু মেডিকেল বুয়েট সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে সাকুল্যে সিট আছে ২০হাজারের সামান্য বেশি।

তাহলে এত এত মেধাবীরা যাবে কই??/# ৫-পেয়ে তারা এত লাফালাফি করে ক্যান? তারা কি আসন্ন বিপদ সম্পর্কে অবগত নয়। তারা যখন লাফাচ্ছিল আমি তাদের মুখে অন্ধকার দেখতেছিলাম!! মাস তিনেক পর তাদের এই লাফালাফি যাবে কই?? তারসাথে এমন অনেকে আছে যারা ৫-না পেয়েও ভালো জায়গায় চান্স পাবে। এমন নজির ভুরি ভুরি। তাই যারা ৫-পায় নি তাদের হতাশ হবার কোনও কারণ নেই। আর প্রতিবারের মতন এবারও অনেক ডাবল গোল্ডেন কোথাও চান্স পাব না।

তাহলে কোন সোনার কাঠি এমন পার্থক্য গড়ে দেয়? একদম সোজা প্রশ্ন নয়- আমার মতে উত্তরটা হলঃ বেসিক কনচেপ্ট নিয়ে কার গভীরতা কতটুকু এবং পরীক্ষার হলে ১ঘন্টায় কার মানসিক সুস্তিতি কতটুকু!! তাহলে ভুরি ভুরি মুখস্ত করার দিন শেষ!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।