আমাদের কথা খুঁজে নিন

   

এত্ত এত্ত ''এ পেলাস'' দিয়া কি হইবো ???

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ছবিটা আবার লু ভাইবেন না ...আমি পোলা তাই মাইয়া গো সুন্দর ছবিতো দেখমুই !! : ৬১ হাজার ১শ' ৬২ জন। ! পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট ৩০ হাজারও নাই। তার উপর গত বছরের পোলাপানই অর্ধেক সিট দখল করবো। এত্ত এত্ত ''এ পেলাস'' দিয়া কি হইবো?? গত বছর ছিল ৩৯ হাজার। এই বছর এক ধাপেই ২২ হাজার বেশী। এইগুলা কই ভর্তি হবে পাবলিক ভার্সিটিতে তো এতো সিট নাই তাহলে জাতীয় ভার্সিটিতে । এখন বলেন এই অবস্থা হইলে কেমন হয় ? প্রাইভেট ইউনিভার্সিটির নাম শুনতে চান না অনেকই কিন্তু উপায় নাই গোলাম হোসেন --আমার কিছু জুনিয়ার বন্ধু গত বছর এ+ পাইয়া কোথাও চান্স না পাইয়া অবশেষে ৪ বছরে পার হবার জন্যই প্রাইভেটে দৌড়াইছে ।। আমি সমালচনা করছি না তবে সর্বোচ্চ রেজাল্ট নিয়া রাস্তায় রাস্তায় ঘুড়া কি সত্যি লজ্জ্বাজনক না - আবার কয়েক দিন পরে জিগাইবো কই চান্স পাইসো -- না হইলে আমার মতো প্রাইভেট --এইডা শুইনা নাক সিটকাইবো অনেকে কিন্তু তারা কি বলতে পারে আমারা কই ভর্তি হমু ? এতো মেধাবী কই থেকে আইলো হঠাৎ ? আমি আজব হই !! যাও বাচ্চারা ভর্তি যুদ্ধের জন্য তৈরি হও আর যারা পাইবো তাদের কোন কথা নাই যারা এ+ নিয়া হতাশায় পুড়বে তাদের জন্য আফসুস !! আজকের আনন্দ মাটি মনে হইবো তখন ! তবুও শুভেচ্ছা তোমাদের !! ছোটমানুষঃ শিক্ষার মান ঠিক করা হোক যে যা প্রাপ্য তাহাই দেওয়া হোক জনগনের দেখানোর জন্য শিক্ষার মান বাড়ছে তা দেখানো কোন প্রয়োজন বোধ করি না !! এ+ যারা পাবে তারা যাতে মেধার জোরে পায় ...... ২০০৭ এ আমার এক বন্ধু এ+ পাইছে সে নিজেই কয় আমার মতো স্টুডেন্ট যারা পায় তাগো আর কি প্রাইভেট ছাড়া উপায় থাকে না !! আর কিছু কমু না ...... SSC এর কিছু খবর পাইতো এলাকার স্কুল থেকে তাই এতো কথা কইলাম !! কেউ মন খারাপ কইরেন না আমার কথায় !! যাহা বাস্তব তাহা কঠিন বইকি !!  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।