যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!!
এবারো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেনি কোন ছাত্র । এবারের এইচএসসি তে যেখানে পাসের হার ৭৮.৬৭ হওয়া সত্ত্বেও সারা বাংলাদেশে কোন ছাত্র পাস করে নি ।
বিভিন্ন টিভি নিউজ চ্যানেলের বরাতে তাইই জানা গেছে ।
এটিএন নিউজ , চ্যানেল আই , সহ দেশের শীর্ষ নিউজ চ্যানেলগুলোতে ছেলেদের পাস করা নিয়ে কোন খবর , বা ভিডিও ফুটেজ দেখা যায় নি ।
রেজাল্ট পাওয়ার খুশীতে মেয়েরা নর্তন কুর্দন করছে , লাফালাফি করছে, একে অন্যকে জড়িয়ে ধরছে , মিস্টি মুখ করাচ্ছে , ভি চিহ্ন দেখাচ্ছে ।
কিন্তু কোথাও কোন ছেলেকে দেখা যাচ্ছে না । গত বেশ কিছু বছর ধরেই এমন টা চলে আসছে ।
এদিকে ছাত্রলীগ এভাবে ছাত্রদের গণহারে ফেল করার জন্য উদ্বেগ জানিয়েছে । তারা বলছে আগামীতে তারা ফান্ড গড়ার মাধ্যমে ছাত্রদের পাস করা এবং খবরে আসা নিশ্চিত করবে ।
এটিএন নিউজের চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান বলেন , মেয়েরা ইভা রহমানের গানের তালে তালে নাচছিল , তাই তারা ভিডিওতে এসেছে , এ জন্যই টিভি তে তাদের দেখা যায় ।
ছেলেরা তো আর ওর গানে নাচে না , সানি লিয়ন নিয়ে বিজি থাকে তাদের ক্যামনে টিভি তে দেখা যাবে বলেন ।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন , এটা যুদ্ধপরাধীদের বিচার বানচাল করার ষড়যন্ত্র । আমরা এসবের বিচার করবো । সবাইকে আইনের আওতায় আনা হবে ।
অর্থমন্ত্রীকে এভাবে ফান্ড গঠন করা সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বলেন , এরা চাঁদা বাজ , এদের পিডানো উচিত ।
পিডাআআআআআআআআআআ ।
শিক্ষামন্ত্রী এই ব্যাপারে নিরব ছিলেন ।
এরশাদকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন , ভাই রে , এভাবে বলবেন না , মনে ব্যথা পাই । সামনের বার সব ঠিক হবে । আমাকে আসতে দেন ।
বিরোধী দলের এক পাতি নেতা বলেন , এটা উপরের মহলের ষড়যন্ত্র । বেশ উপরের । আমরা আসলে একেক জন ছাত্র দুইটা করে প্লাস পাবে , প্রত্যেকে আলাদা চ্যানেল দেওয়া হবে নিজেদের দেখানোর জন্য ..... ইনশল্লাহ
ছাত্রদের পাস না করা এবং নিউজ কভারে না আসা সম্পর্কে এক মুক্তমনা ব্যাক্তি বলেন , ‘ ও শিট ম্যান , ফা*! ইটস ফা*ং নাইস । মেয়েরাই তো টিভি তে আসবে , নিউজে আসবে । এটাই তো মুক্তমনা ।
মেয়েদের নিয়ে হিউজ কভারেজ হবে । আর কি চাই ।
এই ব্যাপারে জৈনক এ প্লাস পাওয়া ছাত্রের সাথে কথা বলে জানা যায় যে , সে প্লাস পেয়েও নিউজে আসে নি , তার এক মেয়ে সহপাঠী এ পেয়ে সব খবরের ফ্রন্টে এসেছে ।
টিভি তে নিউজ দেখলাম মাত্র । সাথে সাথে লিখে ফেললাম এটা ।
কি লিখসি আল্লাহ মালুম । জাস্ট একটা পোস্ট দিতে মুঞ্চাইসিল । দিয়া দিলাম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।