আমাদের কথা খুঁজে নিন

   

-- ~_~ কিছুটা মেঘ হয়ে যা কিছুটা স্বপ্নে হয়ে উড়ে যা -- ~_^

অনেক কিছুতেই নাক গলাই যাহা না গলালেও পারি !! প্লিওসিন অথবা গ্লসিয়ার এর একটা লিরিক পড়ে নিজে নকল করে লিখলাম - আমারটা আমার কাছেই ভালো লাগছে না । তাই সাহস করে উর্সগ করলাম না - তবে কৃতজ্ঞতা জানালাম !! কিছুটা মেঘ হয়ে যা কিছুটা স্বপ্নে হয়ে উড়ে যা - দূরে ঘুড়ে উড়ে উড়ে নরম পালকে মতো ঘুম পাড়ানি দেশে কিছুটা ঘুম কিনে যা চোখের কাজল রঙ এ কিছুটা ঘুম দিয়ে যা তোর আদর জড়ানো গালে ।। শুভ্র হয়ে ছুয়েঁ যা সাদা মেঘের বেশে তোকে ভালোবাসবো -ভালোবাসবো কল্প-কাহিনীর দেশে ।। স্বপ্ন হয়ে যা চোখের কণে মৃদু হেসে তুই স্বপ্ন ছুয়েঁ যা আমার কপল -তোর ঠোটের উষ্ণতা মেখে ।। নীল লীন লাল রঙ-এ তুই রংধনুর সাত-পাচা ভেবে রাঙ্গাবি আমায় বেচেঁ থাকার গল্পের দেশে ভালোবাসবি তুই গল্পের পরিনতি মিলনের বেশে ।। জল ছল ছল চোখে মেঘ আর নীল আকাঁ রঙ খাতায় তুই ঠাইঁ দিয়ে যা তোর কবিতা কিংবা গল্পের পাতায় মন যা চাইলো তাই লিখলাম !!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।