আমাদের কথা খুঁজে নিন

   

তিন এভারেস্টজয়ী উদ্বোধন করলেন ‘অ্যাডভেঞ্চার ক্লাব’

অজানাকে জানা, অনাবিষ্কারকে আবিষ্কার করা এবং সর্বোপরি মানসিক উত্কর্ষ সাধনে বহুমুখী অনুসন্ধানের প্রত্যয় নিয়ে এভারেস্টজয়ী তিন বাংলাদেশীর হাত ধরে ঢাকার অন্যতম ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ‘অ্যাডভেঞ্চার ক্লাব’। গতকাল স্কুলের প্রিন্সিপাল জিএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম, দুইবার এভারেস্টজয়ী এমএ মুহিত, নারীদের মধ্যে প্রথম এভারেস্ট বিজয়ী নিশাদ মজুমদার এই ক্লাবের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অক্সফোর্ড স্কুলের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, হেড অব একাডেমিক ফারা নাজ হক, আফরোজ আল মামুন (ও, এ লেভেল), অ্যাডভেঞ্চার ক্লাবের আহ্বায়ক ওসমান গনি আজম খান প্রমুখ। অনুষ্ঠানে দেশের গর্ব এই তিন কৃতীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।