আমাদের কথা খুঁজে নিন

   

দাঁড়িপাল্লা-হিমেল-আরিফ - আপনারা হয় সাবালক হন, নাইলে সরাসরি শত্রুপক্ষের হইয়া নামেন - সৌখিন নাস্তিকতার ফ্যাশান দেখাইতে যাইয়া বেঈমান মীরজাফর হইয়েন না

আমি একজন ই-পীর এই মুহুর্তে আপনারা কয়েকজন যারা ফেসবুকে ধর্মীয় বিষয়ক উল্টাপাল্টা খাউজানি ছড়াইতাছেন তারা আসলে জামাত-শিবির আর তাগো নয়া সাইনবোর্ড হেফাজতেরেই আমাগো কল্লা কাটতে আউগাইয়া দিতাছেন এইডা মনে রাইখেন। আপনেগো এইসব কাজকর্মে আপনেগোরে জামাত-শিবির আর হেফাজতের পোষা স্লিপার ধইরা নিতে বাধ্য হইতাছি। আপনারা খালি আমাগোই বিপদে ফেলতাছেন না, টোটাল আন্দোলনটারেই পিছন থিক্যা ছুরি মারতাছেন। আপনারা হয় সাবালক হন, নাইলে সরাসরি শত্রুপক্ষের হইয়া নামেন - সৌখিন নাস্তিকতার ফ্যাশান দেখাইতে যাইয়া বেঈমান মীরজাফর হইয়েন না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।