ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ হিল সোহেল আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গতকাল রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আবদুল্লহা হিল সোহেল নামে ছাত্রলীগের একজন কর্মী গুলিবিদ্ধ হন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই ঢাকায় পাঠানো হয়। আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান।
ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হওয়া ও দুটি হলে তল্লাশি চালানোর বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। তিনি বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার ব্যাপারে ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বলেন, পূর্ব পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে। ক্যাম্পাসে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতেই কুচক্রী মহল এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন এ ব্যাপারে বলেন, ‘এটা দুঃখজনক ঘটনা। গুলিবিদ্ধ ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহহিল সোহেল মারা গিয়েছেন।
তাঁর বাঁ চোখের ওপরে গুলি লেগেছে। ’ তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।