আমাদের কথা খুঁজে নিন

   

জানা-অজানা (পথিক বন্ধু গাছ)

এ এক বিচিত্র জাতের গাছ যার নাম পথিক বন্ধু গাছ(Travelers Tree)। এদের সত্যিকার নাম হল রাভেনালা গাছ (Ravenala)। এদের পথিক বন্ধু বলা হয় কারন কোন পথিক যখন বহু দূরে যাত্রা করে, তখন পথের মাঝে ক্লান্ত, তৃষ্ণার্ত পথিকরা এই গাছের কাছে এসে তাদের ক্লান্তি দূর করে। এই গাছ তাদের ঠাণ্ডা পানি সরবরাহ করে। গাছ গুলো তাদের মোটা শরীরে পানি ধরে রাখে।

অভাবের সময় পথিকরা টা কাজে লাগায়। গাছ গুলোর আদি জন্মস্থান মাদাগাস্কার দ্বীপে। দেখতে অবিকল আমাদের দেশের কলা গাছের মত। তবে এদের কাণ্ড আছে। পাতাগুলো কলা পাতার মত বিশাল।

অনেকে বলে এই গাছ নিজেরা পানি তৈরি করতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বলেন, এই গাছগুলো আসলে নিজেরা পানি তৈরি করে না। যখন বৃষ্টি হয় তখন বিশাল আকারের পাতার সাহায্যে পানি সংগ্রহ করে মোটা শরীরে জমিয়ে রাখে। এই ধরে রাখা পানি ক্লান্ত পথিকরা তৃষ্ণার সময় পান করে। আর এর থেকেই এর নামকরন হয়েছে পথিক বন্ধু।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।