আমাদের কথা খুঁজে নিন

   

A Journey for Buy a Guitar in a Rainy Day

গতকাল আমি আমার দীর্ঘ দিনের সাধের গিটার কেনার উদ্দেশে দনিয়া হতে সকাল ৯ টায় বাসা হইতে বাহির হইয়া যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির ফলে কাক ভেজা ভিজতে ভিজতে বিকাল ৩ টায় সাইন্স ল্যাব গিয়ে অনেক ঘুরাঘুরি করে এক খান Godson (এ্যকুইস্টিক কাম স্পীকার-এ কর্ড দিয়ে বাজানো যায় ) গিটার না বুঝেই কিনে ফেললাম। এইবার আপনারা যারা এই বিষয়ে পন্ডিত তারা গিটার শিখার জন্য (টিচার/বই) হেল্প করতে পারেন। আর যদি যাত্রাবাড়ী/দনিয়া/চিটাগাং রোডে কোন বিশেষজ্ঞ থাকলে আওয়াজ দিতে পারেন। সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।