আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ পাকি গোমর ফাঁস !!! খান সেনার এক কর্তার কলমেই বর্বরতার আখ্যান!!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ আপডেটেড জেনারেল খাদিম রাজার মরণোত্তর বইয়ে গণহত্যার প্রামাণ্য তথ্য ০ স্বাধীনতা ঘোষণার দায়ে বঙ্গবন্ধুকে প্রকাশ্যে ঢাকাতেই ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল টিক্কা (p.93) ০ নারীর সম্ভ্রমহানি ও গণহত্যা করা হয় পরিকল্পিতভাবে Cover Page of A Stranger in My Own Country: East Pakistan, 1969-1971 স্বাধীনতা ঘোষণার অপরাধে বঙ্গবন্ধুকে প্রকাশ্যে ঢাকায় ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন টিক্কা খান। বাংলাদেশের মা-বোনের শ্লীলতাহানির জন্য হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন নিয়াজী। এ ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলায় গণহত্যার নিয়োজিত ছিল পাকিস্তানী সেনা কমান্ডার। তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে ও নির্দেশে হয় গণহত্যা। এসব তথ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে পাকিস্তানী এক জেনারেলের লেখা একটি বইয়ে।

তবে জীবদ্দশায় তিনি এসব ঘটনার কথা জানিয়ে যেতে পারেননি। পাক বাহিনীর চর্তুদশ ডিভিশন-এর মেজর জেনারেল খাদিম হুসেন রাজা নিজের পরিবারকে নির্দেশ দিয়েছিলেন, কেবল তাঁর মৃত্যুর পরেই যেন তাঁর স্বীকারোক্তিমূলক গ্রন্থটি প্রকাশ করা হয়। মেজর জেনারেল (অবঃ) খাদিম হুসেন রাজা সম্প্রতি রাজার মৃত্যুর পর তাঁর লেখা ‘আ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান ১৯৬৯-৭১’ (A Stranger in My Own Country: East Pakistan, 1969-1971 ) বইটি পাকিস্তানে প্রকাশিত হওয়ায় পর স্বাভাবিকভাবেই প্রবল অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ। মুক্তিযুদ্ধে পাক সেনাদের নির্মম অত্যাচারের সবিস্তার চাক্ষুষ বিবরণই শুধু নয়, সেই সময় পূর্ব পাকিস্তানের কোন জেলায় কোন কোন অফিসার গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন, তার অকপট স্বীকারোক্তিও রয়েছে বইটিতে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যখন বাংলাদেশে তোলপাড় চলছে, তখন স্বাভাবিকভাবেই অবসরপ্রাপ্ত সেনা অফিসারের লেখা বইটি ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়েছে।

বাংলাদেশ বা ভারতের বাজারে এখনও বইটি আসেনি। বইটিকে নিষিদ্ধ করার জন্য জারদারি সরকারকে চাপ দিচ্ছে পাক সেনারা। কূটনৈতিক সূত্রের খবর, খুব শীঘ্রই বইটি যাতে পাকিস্তানের বাজারে আর না দেখা যায়, তার বন্দোবস্ত করা হচ্ছে। খাদিম হুসেন রাজা তাঁর বইটিতে জেনারেল আয়ুব খান এবং জেনারেল ইয়াহিয়া খানের শাসনকালের বর্ণনা করেছেন। খান সেনারা কীভাবে বাঙালী মহিলাদের নির্যাতন করেছে, সাধারণ মানুষকে হেনস্থা করে অসদুপায়ে অর্থোপার্জন করেছে, তার বিশদ বর্ণনা রয়েছে রাজার লেখায়।

পূর্ব পাকিস্তানের কম্যান্ডার টিক্কা খানের কথাও উল্লেখ করেছেন রাজা। জানিয়েছেন, ইসলামাবাদের বিরুদ্ধে ‘বিদ্রোহ ঘোষণার জন্য’ শেখ মুজিবুর রহমানকে সর্বসমক্ষে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন টিক্কা। মেজর জেনারেল রহিম খানের অত্যাচারের কথা বর্ণনা করে লেখক বলেছেন, ‘আমি যদিও ব্যক্তিগতভাবে রহিমের বন্ধু ছিলাম, কিন্তু সুযোগ পেলেই তিনি আমাকে ভৎসনা করতেন। তাঁর বক্তব্য ছিল, পূর্ব পাকিস্তানের মানুষ একেবারেই কাপুরুষ। অনেক আগেই তাদের শায়েস্তা করা উচিত ছিল।

পাঠকেরা এ থেকেই বুঝতে পারবেন, পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে কাণ্ডজ্ঞানের কতটা অভাব ছিল পশ্চিম পাকিস্তানের কট্টরপন্থী সামরিক কর্তাদের। ’ রাজা জানিয়েছেন, খান সেনাদের মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন আর এক কম্যান্ডার শেখ নিয়াজি। নির্দেশ অমান্য করার জন্য লেখকের সামনেই কোমরবন্ধ থেকে পিস্তল বের করে এক বাঙালী অফিসারকে গুলি করেছিলেন নিয়াজি। পরের দিন সকালে, দুঃখজক খবর পাওয়া যায় যে. একটি বাঙ্গালী অফিসার মেজর মুস্তাক কমান্ড সদর দপ্তরের এক বাথরুমে গিয়েছিলেন এবং নিজ মাথায় নিজেকে গুলি করে আত্মহত্যা করেন "(পৃ .98)'। এই নিয়াজিই যুদ্ধের শেষ দিকে ঢাকায় ৯০ হাজার পাক সেনাসহ ভারতের ইস্টার্ন কম্যান্ডের প্রধান মেজর জেনারেল জগজিৎ সিং অরোয়ার কাছে আত্মসমর্পণ করেন।

ঢাকার পতন ঘটে। তার কিছু দিন আগেই নিয়াজি লেখকের কাছে তাঁর পূর্ব পাকিস্তানের বান্ধবীদের ফোন নম্বর চেয়েছিলেন বলে বইটিতে জানিয়েছেন রাজা। তিনি জেনারেল রাজাকে বলেছিলেন, '“Abhi tau mujhey Bengali girlfriends kay phone number day do” (p.99).' (Title:A stranger in my own country EAST PAKISTAN, 1969–1971 Author: Major General (Retd.) Khadim Hussain Raja Price Pak Rs:695 Publisher: OXFORD Pages:350 Publishing Date:2012 Language: English Format: Hard Back Price in Us$: 10 Price Pak Rs:695 Isbn : 9780195474411 Shipping Book Code:353 Get this book Send your order at Email Description The 1971 East Pakistan tragedy was not just a failure of the military but also a collapse of civil society in the West Wing. The few voices raised against the military action were too feeble to make the army change its course, a course leading to military defeat and the break-up of the country. At the time, the author was General Officer Commanding 14 Division in East Pakistan. Apart from his direct narration of the events, his portrayal of the major dramatis personae, such as Field Marshal Mohammad Ayub Khan, General Agha Mohammad Yahya Khan, Lieutenant General Tikka Khan and Lieutenant General A.A.K. Niazi, are insightful. A necessary text that demands scrutiny from all interested in the course of Pakistan’s history. Mobile +9203085254800) সূত্রঃ Click This Link /জ-ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।