আমাদের কথা খুঁজে নিন

   

আমি জেনারাল হওয়ার পর প্রথম পোষ্ট ভাল লাগে না লাগে সেফ হওয়ার জন্য দোয়া করে যাবেন (ছবি ব্লগ)

টুইটারের নতুন অফিস খোলা হয়েছে, অনেকে হয়ত জানেন। আমি তার কিছু ছবি সামুতে শেয়ার করলাম। সংগ্রহ ভাল লাগুক না লাগুক আমি সেফ হওয়ার জন্য দোয়া হলেও রেখে যাবেন ২লক্ষ স্কয়ার ফিটের নতুন অফিসটির কিছু ছবি----- টুইটার হেডকোয়াটার, ১৩৫৫ মার্কেট ষ্ট্রিট, সান ফ্রান্সিসকো কনফারেন্স রুম ছাদের উপরিভাগের বাগান গল্প করার সাধারন জায়গা মার্কেট স্কয়ারের লগু নবম তলার রিসেপশন রান্না করার ঘর @ বার্ড ফিডার আরেকটি কমন স্পেস বোর্ড রুম ইয়োগা রুম আরো একটি কমন স্পেস আরেকটি ছাদের উপরিভাগের বাগান নবম তলার আরেক অংশ অলস্য শরীরের বিনোদনের জায়গা গল্প করার আরেকটি জায়গা আরেকটি কনফারেন্স রুম @ বার্ডফিডার আরেকটি গল্প করার জায়গা লিফট ব্যাংক আড্ডার স্থান টুইটার আর্ট গ্যালারী @ পুরাতন ল্যারি ও নতুন ল্যারি ল্যারি আরামের ঘর টান টান উত্তেজনা নিয়ে পোষ্টাইলাম, এখন দেখি ভাই বোনেরা কি রকম উৎসাহ দেয় আর সেফ এর জন্য কত দোয়া করে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।