আমাদের কথা খুঁজে নিন

   

ভেতর-বাহির

কোথায় আজ হারালে তুমি, আগে তোমায় কেন বুঝিনি আমি ! ভেতর-বাহির বাইরে আমার খোলা জানালা, জীর্ণ বাসটা চলছে ভেতরে আমার বদ্ধ মনটা স্মৃতির আলোয় জ্বলছে। বাইরে রোদের ক্রোধের আগুন, গাছ-মাটি-পথ দগ্ধ ভেতরে কোথায় পুড়ছে হৃদয়, কাঁদার পথটা রুদ্ধ। বাইরে পাগল ঝড়ের কবলে একটি ভেজা কাক ভেতরে আমার কষ্ট বাষ্প জমছে, জমতে থাক। বাইরে বরষা, আকাশ-প্রেমে ধরণী হলো সিক্ত ভেতরে মনের গহীন বনটা তোমার তরে রিক্ত। বাইরে এখন রাত্রি নিঝুম, জমাট করা আঁধারে ভেতরে দুঃখ হাতড়ে পাই অন্ধ আমার মাঝারে।

বাইরে রাত্রি পেরিয়ে সকাল, সুর্য হাসে ঝলমল চশমার পুরু কাঁচের ভেতর অশ্রু করে টলমল । । বাইরে আমার খোলা জানালা, জীর্ণ বাসটা চলছে ভেতরে আমার বদ্ধ মনটা স্মৃতির আলোয় জ্বলছে। বাইরে রোদের ক্রোধের আগুন, গাছ-মাটি-পথ দগ্ধ ভেতরে কোথায় পুড়ছে হৃদয়, কাঁদার পথটা রুদ্ধ। বাইরে পাগল ঝড়ের কবলে একটি ভেজা কাক ভেতরে আমার কষ্ট বাষ্প জমছে, জমতে থাক।

বাইরে বরষা, আকাশ-প্রেমে ধরণী হলো সিক্ত ভেতরে মনের গহীন বনটা তোমার তরে রিক্ত। বাইরে এখন রাত্রি নিঝুম, জমাট করা আঁধারে ভেতরে দুঃখ হাতড়ে পাই অন্ধ আমার মাঝারে। বাইরে রাত্রি পেরিয়ে সকাল, সুর্য হাসে ঝলমল চশমার পুরু কাঁচের ভেতর অশ্রু করে টলমল । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।