আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সুরঞ্জনা বু

~ ভাষা হোক উন্মুক্ত ~ সকাল বেলা ব্যাপক আনন্দ আনন্দ মনে ঘুম থেকে উঠেছি। আমার সময় রাত চারটায় ঘড়িতে এলার্ম দেয়া ছিল, বাংলাদেশ সময় তখন রাত ১২টা। তখন উঠে ঘুম ঘুম চোখে কোন মতে বুবুকে একটা এসএমএস করেছি। সকালে ঘুম ভাঙতেই মনে হয়েছে আজকে আমার সুরঞ্জনা বু'র জন্মদিন। ❀ সুরঞ্জনা, মানে আমার ঝামেলা বু ওরফে জ্যামী বু ওরফে চুঙ্গা বু (একদা সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠা বানিয়েছিল দেখে এই নাম :প :p ) ওরফে সিলেটের গ্যাং স্টার, পেট কাটা জামিলা বু'র জন্মদিন।

প্রতিটা মেয়েই মায়াবতী হয়ে জন্মায়। জামিলা বু'র ক্ষেত্রে মায়ার ডোজটা খুব সম্ভব ডাবল পড়ে গিয়েছিল। আমার নিরন্তর খেপানো, যা খুশী তাই বলা, "ঢঙ্গী বুড়ী" বলে ডাকা, সব সহ্য করে আমার বু। ইচ্ছা হলেই গাধা বলে ডাকে আমাকে what! আমার ভাব নেয়া কথাবার্তা মোটেও পাত্তা দেয় না, উল্টা আমাকে উষ্ঠা দিতে চায়। ব্লগ, ফেসবুক - যেখানেই পায়, সেখানেই ধরে ধরে মারে।

আমার মান সন্মানের যে একটা প্রেস্টিজ আছে, সেইটাও খেয়াল করে না। আমি যে বড় একটা এডাল্ট মানুষ, বু'র মনে হয় মনেই থাকে না। আমিও অবশ্য তেমনই কাজ কারবার করি মুহাহা ভার্চুয়াল রিলেশন শব্দটা আমার কাছে দুর্বোধ্য সব সময়েই। হয়তো পরিচয়টা ইন্টারনেটের সুত্রে, কিন্তু মমতার বাঁধনটা তো একই। না হলে শত শত পরিচিত ব্লগারের মাঝ থেকে একজন সুরঞ্জনা কেন আমার এত আপন হয়ে উঠবে? আমার নিজের বড় কোন বোন নেই, বু সেই অভাব বোধটা ভ্যানিশ করে দিয়েছে বুকে আয় বাভুল ভালবাসা দেবার ক্ষেত্রে কার্পন্য না থাকলে বু আসলে এমনিতে যথেস্টই কৃপণ স্বভাবের।

আমার প্রোফাইলে লাইক পর্যন্ত দিতে যায় না। এসএমএস করা তো বহু দূরের কথা। একদিনও বলে না - "ভাইটি, খিদা পাইছে? আয় চুঙ্গী পিঠা খাওয়াই" (খাইছি তোরে) বু'র উন্দালের উপর আমার ব্যাপক ক্ষোভ। আমি দুইটা কাক অস্ট্রেলিয়া থেকে হায়ার করে পাঠিয়েছি, যাতে তারা বু'র উন্দালের উপর ইয়ে করে দিতে পারে, আর বু জিভে জল আসা সব খাবার বানাতে না পারে। সেই ভয়ে বু এখন বাসা বদলে জানালার গ্রীল দেয়া কিচেনওয়ালা বাসায় চলে গেছে।

অবশ্য এতে তেমন ক্ষতিবৃদ্ধি হয়নি পন্ডিত এমনিতেই তার কিচেনে বেহাল দশা। কারণটা বুবুর জবানীতেই শুনুন - মাস কয়েক আগে হঠাৎ করে শুনি এক নাতনি তার নতুন জামাই নিয়ে বাসায় আসছে। নতুন জামাই প্রথম আসছে মিষ্টি মুখ না করালে কি হয়? কিন্তু মিষ্টি আনতে এখন যাবেটা কে? তাড়াহুড়ো করে দুধ সেমাই করলাম। এক চুলায় নুডুলস সিদ্ধ বসিয়ে অন্য চুলায় ডিমের হালুয়া করার প্রস্ততি নিলাম। ছয়টা ডিম ফেটিয়ে একমুঠ সুজি দিতে গিয়ে দেখি সুজি নেই।

ভাবলাম চালের গুড়ো দিলেও তো হয়। এক মুঠ চালের গুড়ো ফেটানো ডিমে মিশাতেই রংটা কালচে মেরে গেলো। আমি তো পুরাই বেক্কল! চালের গুড়ি পরীক্ষা করে দেখলাম ঐটা চালের গুড়ি নয়। সাদা সিমেন্ট বেসিনে লাগানোর জন্য আনা হয়েছিলো। কাজ শেষে বাকিটুকু একটা টিনে ভরে যত্ন করে রেখেছিলাম।

আর সেই সাদা সিমেন্ট চালের গুড়ি ভেবে ডিমে দিয়েছি। নিজের বুদ্ধিকে ধিক্কার দিতে দিতে নুডুলসের দিকে তাকিয়ে দেখি নুডুলস গলে জাউ হয়ে গিয়েছে। আল্লাহ আমার বু'টাকে অনেক ভাল রাখুন, সুস্থ রাখুন, সকল বিপদ আপদ থেকে দূরে রাখুন, আর ছোট ছোট মেয়েগুলার সাথে পাল্লা দিয়ে সাজগোজ করার তৌফিক দিন শুভ জন্মদিন বুউউউউউউউ ♥ ♥ শাহী খানাদানার আয়োজন ছাড়া কি বাড্ডে অনুষ্ঠান জমে? এই যে সবার জন্য সামান্য কিছু, কেউ না খেয়ে চলে যাবেন না কিন্তু সবাই ভাল থাকবেন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।