যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!! তুমি প্রায় ই বলতে ,
আঁধারকে ভীষণ ভয় হয় তোমার ।
রাতের নিকষ কালো আঁধার ।
আমি হেসে বলতাম
ধেৎ পাগলী , আয় আমার বুকে আয় ।
ভয় পালাবে ওই পেছন দিক দিয়ে ।
গুটিসুটি মেরে শুয়ে থাকতে আমার বুকে
তোমার মাথায় হাত বুল্যিয়ে দিতাম আমি
বুনে যেতাম ভালোবাসার স্বপ্ন ।
আচ্ছা একটা কথা বল তো
আমাদের ভালবাসায় কি কোন অবিত্রতা ছিল ?
কিংবা কোন নোংরামি ?
এই সমাজটা আমাদের কেন এতো বড় একটা শাস্তি ছিল ?
আমরা তো কোন দোষ করি নি ।
শুধু ভালবেসেছিলাম ।
এটাই কি দোষ ? এটাই কি অপরাধ এই সমাজের চোখে ?
ধিক্কার জানাই এমন সমাজকে । ধিক্কার ।
যে সমাজ এখনো পবিত্র ভালোবাসার মূল্যায়ন করতে শিখেনি ,
সেই সমাজকে ধিক্কার ।
[ রাতের বেলা প্রায় ই মাথায় কিছু লাইন ঘুরপাক খায় । চেষ্টা করি সে গুলোকে কালো কালিতে বন্দী করতে । কবিতা লিখে আমি অভ্যস্ত নই । তাও চেষ্টা চালিয়ে যাই । নিরন্তর ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।