সত্য সব সময় জনপ্রিয় হয় না , জনপ্রিয়ও সবসময় সত্য নয় । EID celebration of street Child ( পথশিশুদের ঈদ উৎসব )
ঈদ...... শব্দটি শুনলেই মনে আনন্দের ঘন্টা বেজে ওঠে । এবারের ঈদে এই করবো , সেই করবো । কতো কিছুইনা প্লান করি । আর ঈদে নতুন জামা তো চাই ই চাই ।
শুরু হয় শপিং করা । সারাদিন ঘোরাঘুরি আর কতো কেনাকাটা । কিন্তু মার্কেটে যাওয়ার সময় রাস্তায় জ্যামে পড়লে যে গরিব বাচ্চাদের ভিক্ষা করতে দেখা যায় তাদের কথা কি আমরা একবারও চিন্তা করি ??? কখন কি ভেবে দেখেছি এতো ছোট বয়সে তাদের ঈদ টা কেমন কাটে এবং আমাদের ঈদ তা কেমন কাটতো ?? তাদেরও তো ইচ্ছা হয় ঈদের নতুন জামা কাপড় কেনার । কিন্তু তাদের শুধু একটাই দোষ । তারা জন্মগ্রহন করেছে গরিব ঘরে আর আমরা সচ্ছল পরিবারে ।
আমরা যদি কোন গরিব ঘরে জন্মগ্রহন করতাম তবে আমাদের কি তাদের মতোই অবস্থা হতো না ?? আজ তাদের এই অবস্থার জন্য আমরাও তো কোন না কোন ভাবে দায়ী ।
এ কারনেই আমাদের আয়োজন । পথশিশুদের ঈদ উৎসব । এবারের ঈদে রোজার মধ্যে আমরা ১০ জন এর মতো পথশিশুদের নতুন জামা কাপড় কিনে দিব ইন্সাল্লাহ । তাদের ঈদকেও আমাদের ঈদের মতো আনন্দময় করতে চাই ।
তাই এটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সাহায্য চাচ্ছি । এখান থেকে আপনারা সব কিছু বিস্তারিত ভাবে জানতে পারবেন । এসব কিছু করা হচ্ছে সচেতন নাগরিক পেজ এর পক্ষ থেকে । আশা করি ভাল লাগলে সবাই সাহায্য করতে এগিয়ে আসবেন । ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।