কত অল্পতেই খুশি আমি!!!
১। বাবা মা জমি বিক্রি করে পড়ায় ডাক্তার ,ইঞ্জিনিয়ার বা সরকারি বড় আমলা বানাতে। সেই আমি বিশ্ববিদ্যালয় শেষ করে যখন ৫-১০ জোড়া জুতার তলি ক্ষয় করি চাকরির পিছে পিছে ঘুরে তখন শেষ অব্দি হয়ত জোটে যায় কেরানির কোনো চাকরি। আর আমার হলের রাজনীতি করা ঐ বখাটে (আমার ভাষায়) ছেলেটা বই এর সাথে যার বিন্দুমাত্র সম্পর্ক নাই তবু রাজনীতির বিবেচনায় হয়ে যায় বি সি এস কর্মকর্তা ,তাকে দেখে আমার কষ্ট হয় তবু আমি খুশি সেই কেরানির চাকরিতেই ।
২।
রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকি বাসের আশায়। প্রতিটা বাস আসে আর ঝাঁপিয়ে পড়ি আমরা সবাই কে আগে উঠতে পারে। শেষ অব্দি হয়ত বাসে উঠার জায়গা পেলেও বসার জায়গা পাইনা। আর যখন দেখি আমার পাশ দিয়েই পাজেরো কিংবা মার্সিডিজ কোনো গাড়ি নিয়ে যাচ্ছে আমার পরিচিত বা অল্প পরিচিত কলেজ বা ভার্সিটি জীবনের সেই মারডাঙ্গা রাজনীতি করা ছেলেটা কিংবা সরকারি দুর্নীতিবাজ আমলার সেই ছেলেটা, তা ...দেখে আমি কষ্ট পেলেও খুশি হই বাসে একটু জায়গা পাওয়ার আনন্দে।
৩।
অফিস থেকে বাসা ৩০ মিনিটের পথ। সেই পথ আসতে ২ ঘণ্টা সময় লেগে যায় । শুনতে পাই বাসের মধ্যে মানুষের আলাপচারিতায়, কোন এক মন্ত্রি যাচ্ছে তাই এই রাস্তার গাড়ি বন্ধ রেখে উনার যাওয়ার রাস্তা ফ্রি করা হচ্ছে। ক্লান্ত অফিস ফেরত আমি কষ্ট পাই, তবু খুশি হই শেষে ২ ঘণ্টা পরেও বাস থেকে নামার আনন্দে।
৪।
বাচ্চাটা বায়না ধরে ইলিশ মাছ খাবার। বাজারে গিয়ে দেখি একজোড়া ইলিশ ২ হাজার টাকা। আমার সামনে আমার এলাকার কমিশনারের খাশ লোক এসে ৩ জোড়া ইলিশ নিয়ে যায় । ও যে আমার সাধ্যের বাইরে। মনটা কাঁদে , কষ্ট পাই আমার অবুজ বাচ্চার বায়না পুরন করার অক্ষমতায়।
১০০ টাকা কেজি পাঙ্গাশ কিনে কাটিয়ে বাড়ি গিয়ে ছেলে টা কে দেখিয়ে বলি ইলিশ এনেছি বাবা। ওর ঐ ছোট্ট মুখে আনন্দের ঝিলিক দেখে আমি খুশি হয়ে যাই ।
৫। রাত ২ টায় ঘুম ভেঙ্গে যায় গরমে। উঠে দেখি কারেন্ট নাই।
মনটা খারাপ হয়ে যায় । ৫-৬ বার বিল বাড়িয়েও সরকার এই রাতের বেলায় একটু শান্তি তে ঘুমাতে দিলনা!! ১ ঘণ্টা এপাশ-অপাশ করে কাটাই , কারেন্ট আসে , মনটা খুশিতে ভরে যায় , যাক আসলো তো , সারারাত না আসলে কি করতাম!!
৬। কয়েকদিনের ছুটি তে বাড়িতে যাই । বাড়ির সামনে বিশাল ১০ তলা মার্কেট হচ্ছে। শুনতে পাই আমার স্কুল জীবনের ২ বার এস.এস.সি ফেল করা সেই বন্ধুটির মার্কেট, যে নাকি এখন আমার এলাকার মন্ত্রির এ পি এস।
মনটা খারাপ হয়ে যায় এদের দুর্নীতি দেখে। তবু আমার এলাকায় হচ্ছে এই ভেবেই খুশি হই।
৭। কষ্টের টাকা শেয়ার বাজারে খাটিয়ে চোর, বাটপার , মূর্খ , অজ্ঞ উপাধি পাই। মনটা কষ্টে ভরে উঠে ।
তবু খুশি হই এই ভেবে যে যাক বাবা চোর বাটপার বললেও সরকার তো আর পুলিশ দিয়ে ধরে নিয়ে জেলে পুরেনি !!
৮। দিনের পর দিন নানা আশ্বাস এর পরও যখন মূলধন ৩ ভাগের ১ ভাগ হয়ে যায় তখন কষ্ট হয়, বুক ভার হয়ে যায় , চোখে জল আসে । যখন ভাবি যাক বাবা সরকার তো আর বলেনি কাল থেকে এই দেশ থেকে শেয়ার বাজার তুলে দেওয়া হল!! এটা ভেবেই খুশি হই।
-by Shopnotarito Ovaga ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।