হঠাত্ বৃষ্টির মত ঝরল অবিরত তবু মনে হয় এ মন আঙিনায় সে যেন প্রবীণ রচিত । বিরহ আগুন দাহে নিদারুণ তবু মনে হয় এ মন আঙিনায় সে যেন প্রবীণ রচিত । ব্যাথা পেলে মনে ভুলে থাকি গানে তবু মনে হয় এ মন আঙিনায় সে যেন প্রবীণ রচিত । আমি চির নাশী তবু যেন হাসি তবু মনে হয় এ মন আঙিনায় সে যেন প্রবীণ রচিত । আমি বড় একা তবু চলে এ চাকা তবু মনে হয় এ মন আঙিনায় সে যেন প্রবীণ রচিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।