আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাঁ,চলুক কপিলা,একা একা এতো বড় ব্রিজ বানাইবে কিভাবে কুবের?

পদ্মা সেতু বাণী চিরন্তনীঃ -"কারো কাছে হাত পাতবো না। "-মাননীয় প্রধানমন্ত্রী -"বিশ্ব ব্যাঙ্ককে আর অনুরোধ করা হবে না এটা ঠিক নয়। "-অর্থমন্ত্রী -"মালয়েশিয়াকে এখনো 'না' করা হয় নি। "-যোগাযোগ ও রেলমন্ত্রী - মোবাইল ব্যবহারকারীদের কলপ্রতি ২৫ পয়সা পদ্মা তহবিলের জন্য কেটে নেয়ার প্রস্তাব করেছেন-জাতীয় সংসদের স্পীকার -ইউজিসি’(বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তহবিল থেকে পদ্মা সেতুর জন্য ৩৫ লাখ টাকা দেয়া হবে। "-বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর একে আজাদ চৌধুরী -সব দাতা গোষ্ঠির সাহায্য দরকার।

-সুরঞ্জিত সেনগুপ্ত --"ইশ ! এরকম একটা দুর্দান্ত গল্পের প্লট মিস করলাম। 'পদ্মানদীর সেতু' লিখে যাইতে পারতাম। "-মানিক বন্দোপাধ্যায় --" জান দিয়া তোমাগো দরদ করি। সেতু আমি বানাই দিমু কুবির বাই। "-হোসেন মিয়া।

--"আমারে নিবা মাঝি লগে। তোমার লগে আমিও সেতু বানানোর কাজে হাত দিমু। "-কপিলা হ্যাঁ,চলুক কপিলা,একা একা এতো বড় ব্রিজ বানাইবে কিভাবে কুবের? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।