aurnabarc.wordpress.com
ইনসার্টেড পিকচারটি একটি ব্যাণ্ড। জঘণ্য ব্যান্ড। কেউবা বলে এটা নিষিদ্ধ করার সংকেত। আমি মনে করি এটা নিষিদ্ধতার আড়ালে কাটতি বাড়ানোর টার্গেট। হয়তো তাই নয়তো নয়।
তাতে কিছু আসে যায় না। বলছি এই লেখাটার কথা। জানিনা উনি কি বোঝাতে এতগুলো ছবিসহ একটা পোস্ট দিলেন। কি প্রয়োজনে দিয়েছেন। কেনো দিয়েছেন উনিই ভালো জানেন।
সিনিয়র ব্লগারদের চিন্তাধারায় নাক গলাতে চাই না। এই তবে একটা কথা বলবো এই পোস্ট দেখে মারাত্বক বিরক্ত হয়েছি তখন ।
সময়রে অভাব আর অনেক অনিচ্ছা সত্ত্ওে বন্ধুদের অনুরোধে একটি পোস্ট করি প্রথম আলোর ট্যাবলয়েড নকশায় নারীর বাণিজ্যিকীকরণ নিয়ে। সেটার কমেন্টগুলোর উত্তরও দিতে পারিনি ঠিক মতো। অনেকগুলো মন্তব্য ফেলে দিতেও হয়েছে।
প্রথমত বলে রাখি এখানে দুটি গোষ্ঠী সক্রিয় হয় যারা অগোচরে প্রথম আলোকে মিডিয়া মাফিয়ার অবস্থানে নিয়ে গেছে।
১. ধর্মের নামে যারা ব্যবসা করে।
২. আরেকটি গোষ্ঠী যারা ধর্মের বিরুদ্ধে কথার ব্যবসা করে।
আখেরে লাভবান হয় মিডিয়া। পক্ষপাতীত্ব আর বিরোধিতা দুই দিক থেকেই তাদের প্রচার তুঙ্গে উঠে।
কদিন আগে বসুন্ধরা গ্রুপের সংবাদমাধ্যমগুলো প্রথম আলোর ভালো দিক মন্দদিক সব নিয়ে যে জঘন্য সমালোচনা শুরু করে আমি মনে করি এতেও তাই হয়েছে।
ব্লগ ফেসবুকে যারা বসেন আর অন্তত শুশীল সাজার চেষ্টা করেন না তারা অকপটকে স্বীকার করবেন জনৈক কানাডা প্রবাসী ভারতীয় পর্ণগ্রাফিক একট্রেস সানি লিওনির কথা। শুধু ভারতেন বিগবস অনুষ্ঠান করতে এসে মিডিয়া কিভাবে তাকে বিশ্বব্যাপী বিখ্যাত করে দিল। আর গুগল সার্সে টপলিস্টে উঠে এল??? এইতো এটা সেদিনের কথা। অনেকগুলো জাতীয় দৈনিকের পাশে চটকদার খবর হিসেবে এটা ছাপা হতে দেখেছি।
প্রতিদিন বিশ্ববিদ্যালয় যাওয়ার সময় দেখি সবাই দু'টাকার পেপার কিনে পড়ে। ঐ পেপারগুলোর উপরে এই ধরণের খবরগুলো হরহামেশাই থাকে। উদ্দেশ্য বাসে ঘাটে চলতি পথে ঐ ছবি আর হেডলাইন লোকের চোখে পড়বে। আর পেপারের কাটতি বাড়বে।
স্মরণ করাতে চাচ্ছি সেই অ্যাঞ্চেলিনা জোলির কথা।
প্রাথমিক দিকে চলচিত্রে তেমন সফল না হওয়া অ্যাঞ্চেলিনা জোলি হাটলেন কোন পথে তা আমাদের কারো অজানা নেই। সেই অরিজিনাল সিন ....
আর GIA...
তারপর পুরোটাই ইতিহাস যেখানে অ্যাঞ্চেলিনা জোলিকে আর ফিরে তাকাতে হয়নি।
এসব দেখে যদি প্রথম আলো অনুপ্রাণিত হয়ে থাকে তবে আমার আপনার মতো দুই টাকার ব্লগারের চিৎকার-ম্যাৎকারে কিছুই আসবে যাবে না। এটা তাদের দৈন্যতা আর এক কথায় বলতে গেলে সানি লিওনি ইফেক্ট। কিন্তু এর সাইড ইফেক্ট পুরো জাতিকে যেদিন গ্রাস করবে সেদিন ক্যাওড়া তলায় যামু খই ছিটাতে ততদিন ক্ষ্যামা দেই
গতকাল আমার করা পোস্টটি দেখতে চাইলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।