আমাদের কথা খুঁজে নিন

   

।। সোনালী পালক ।।

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম হিমি যখন তোকে নিয়ে লিখছি এ কবিতা, তখন তুই কাছে নেই! মিথ্যে অভিমানে আমার সমস্ত স্মৃতির গায়ে বিষন্নতা ঢেলে দিয়ে, নিজেকে নিয়ে ব্যস্ত নগরের নাগরিক হয়েছিস খুব! অবিশ্বাসের ডগায় ভুলের মাস্তুল বেঁধে, বড় বেশি অভিমানী হয়ে, নিজের গড়া অতল সাগরে দিয়েছিস নিরব ডুব জানি অভিমানী হতে হয়; সময়ে-অসময়ে ভেতরে-ভেতরে, যখন আঘাত পড়ে কথায়-বেকথার রেশ ধরে। বড় বেশি অভিমান আলাদা করে দেয় শুধু; কাছে টানবার পথে তার কোন রঙ থাকেনা। আজ সময়ের গায়ে রুপালী পরশ দিয়ে ঠিক নিজের পথ একেঁ নিলি। আমি মুখ থুবরে পড়ে রইলাম ছোট্ট টিনের চালা ঘরে। হিমি এ কবিতা যখন লিখছি তখন হয়তো তুই গভীর ঘুমের আবেশে, দেখছিস আগত স্বপ্ন;যেখানে সফলতার মুকুটে ঝুলছে উচ্ছাসের মুক্তোদানা কোন বৃষ্টি মুখরিত সন্ধায় হয়তোবা আমার কথা ভেবে ক্যালেন্ডারে দৃষ্টি পড়বে তোর; হয়তোবা চোখে পড়বে সেখানে, যেখানে একেঁছিলাম কুঁড়ি থেকে ফুল হয়ে উঠবার স্মারক। হিমি অভিমান আর অবিশ্বাস বড় বেশি যন্ত্রনাদায়ক, তারচে রুক্ষতায় ক্ষয়ে যাওয়া ভালো। হয়তোবা দেয়ালে টাঙ্গানো ভেজা পোষ্টারের মতো একদিন আমার গায়েও শ্যাওলা জন্মাবে আমি রঙিন থেকে ধূসর হব জানিনা সেদিন তোর মনে হবে কি-না একদিন তোর মুকুটে আমিও ছিলাম সোনালী এক পালক । =============================================== ১১ ই জুলাই উইলকিংসন রোড সুসং নগর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।