আমাদের কথা খুঁজে নিন

   

১৬ মামলায় লক্ষাধিক অজ্ঞাত আসামি, গ্রেপ্তার ২২ (ভিডিও)

রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকায় গত রোববার হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকদের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা লক্ষাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।
সহিংসতার ঘটনায় গতকাল সোমবার মতিঝিল থানায় ছয়টি, পল্টন থানায় নয়টি ও রমনা থানায় একটি মামলা করা হয়েছে। এসব মামলায় হেফাজতে ইসলামের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।