আমাদের কথা খুঁজে নিন

   

২৫ দিন কারাবাসের পর জামিন পেলেন মহিলা ক্রীড়াবিদ পিঙ্কি প্রামাণিক

ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতের মহিলা ক্রীড়াবিদ পিঙ্কি প্রামাণিক ২৫ দিন কারাবাসের পর আজ (মঙ্গলবার) জামিন পেয়েছেন। মহিলা ক্রীড়াবিদ হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদক পাওয়া অ্যাথলেট পিঙ্কি এর আগে স্বীকার করেছেন, তিনি পুরুষ, নারী নন। পিঙ্কির সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাসকারী এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলার পর গতমাসে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পুরুষ পুলিশ দিয়ে পিঙ্কি প্রামাণিককে গ্রেফতার এবং তাকে লিঙ্গ নির্ধারণী পরীক্ষা দিতে বাধ্য করার প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তার এ পরীক্ষার একটি মোবাইল ভিডিও এরইমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতের মহিলা ক্রীড়াবিদ পিঙ্কি প্রামাণিক ২৫ দিন কারাবাসের পর আজ (মঙ্গলবার) জামিন পেয়েছেন। মহিলা ক্রীড়াবিদ হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদক পাওয়া অ্যাথলেট পিঙ্কি এর আগে স্বীকার করেছেন, তিনি পুরুষ, নারী নন। পিঙ্কির সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাসকারী এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলার পর গতমাসে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পুরুষ পুলিশ দিয়ে পিঙ্কি প্রামাণিককে গ্রেফতার এবং তাকে লিঙ্গ নির্ধারণী পরীক্ষা দিতে বাধ্য করার প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তার এ পরীক্ষার একটি মোবাইল ভিডিও এরইমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পিঙ্কি প্রামাণিকের আইনজীবী তুহিন রায় আজ জানিয়েছেন, জেলা ও দায়রা জজ পিঙ্কিকে ৫,০০০ রুপি'র জামিনে মুক্তি দিয়েছেন। এ সংক্রান্ত আইনি জটিলতা শেষ করতে আজকের দিন লেগে যাবে। কাজেই তিনি আগামীকাল (বুধবার) মুক্তি পাবেন। এর আগে মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের একটি প্রতিনিধিদল কারাগারে পিঙ্কি প্রামাণিকের সঙ্গে সাক্ষাত করেন। কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখার্জি জানিয়েছেন, পুলিশ এবং কারা কর্তৃপক্ষ নিঃসন্দেহে তার অধিকার লঙ্ঘন করেছে।

সুনন্দা বলেন, "তাদের কাগজপত্রে পিঙ্কিকে পুরুষ হিসেবে দেখানো হয়েছে। পুলিশ তাকে উপর্যপুরি হেনস্থা করেছে। ডাক্তারি কাগজপত্রের মাধ্যমে পিঙ্কি পুরুষ প্রমাণিত হওয়ার আগেই তার ব্যাপারে পুলিশ এ সিদ্ধান্ত কীভাবে নিল? আমরা তার সঙ্গে সাক্ষাত করতে গেলে সে কান্নায় ভেঙে পড়ে। " পিঙ্কি প্রামাণিক ২০০৬ সালের দোহা এশিয়ান গেইমসে দলগত ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক এবং একই বছর মেলবোর্ন কমনওয়েলথ গেইমসের একই ইভেন্টে রৌপ্য পদক পেয়েছিলেন। এ ছাড়া, তিনি ২০০৬ সালের কলম্বো সাফ গেইমসে তিনটি স্বর্ণপদক পান।

দেখুন পুলিশ পিঙ্কির কোথায় হাত ঢুকিয়েছে! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।