আমাদের কথা খুঁজে নিন

   

ভুমি দস্যূ ইউচুফ কোম্পানী থেকে রক্ষা চায় বিরলী রতনপুর বাসী

***** ইমান,চরিত্র,সততাই মূল কথা।****** ভুমি দস্যূ ইউচুফ কোম্পানীকরা মিথ্যা চাঁদাবাজী মামলায় আগাম জামিন পেলেন আমজাদুর রহমান রুবেল সহ ১০ জন। সোমবার সকাল বেলা মাননীয় বিচারক মোহাম্মদ এমদাদুল্লা'র আদালতে আর্ত সর্মপন করে জামিনের আবেদন করলে মহামান্য আদালত জামিন মন্জুর করেন। ভুমি দস্যূ ইউচুফ কোম্পানী জোর করে একটা সরকারি কমিউনিটি ক্লিনিক ও মক্তব এর হাটার জায়গা দখলে বাধা দিলে ২৭ জুন সে আদালতে মামলা দায়ের করে মামলা নং ২১৮/১২। মামলার আসামী ১) গোলাম ফারুক মিন্টু,২) আমজাদুর রহমান রুবেল ৩) আশ্রাফুর রহমান সোহেল ৪) সেলিম স্যার ৫) হুমায়ুন স্যার ৬) ফারভেজ ৭) দেলোয়ার ৮) শিমুল ৯) কামরুল ১০) বেলাল মেম্বার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।