এই ডিজিটাল যুগে যেখানে টাকা খরচ করে পত্রিকা কিনে পড়তে হয়না, কম্পিউটারে অথবা ইন্টারনেটে নিমিষেই সেইভ করে রাখা যায় একটি লেখা, দু'টি ক্লিক করে শত শত মানুষের সাথে একটি লেখা শেয়ার করে ফেলা যায়, সেখানে আমার মনে হয় খুব ভালমত চিন্তাভাবনা করে পত্রিকা, টিভি বা রেডিও চ্যানেলগুলোর খবর/লেখা প্রকাশ করা উচিৎ। অনলাইন থেকে মুছে দিলেই এই যুগে একটি লেখা ধোঁয়ায় মিলিয়া যায়ন।
হ্যাঁ, সত্য প্রকাশ করা ভালো, অবশ্যই ভাল। কিন্তু শুধু দূর্বলের সত্যি প্রকাশ করা ভাল কাজ নয়। ক্ষমতাধরেরা টাকা আর ক্ষমতার জোরে তুলসী পাতা হিসেবে রয়ে যায়।
তা না হলে কেন আমরা আমাদের প্রধাণ রাজনৈতিক দলগুলোর নেতানেত্রীদের ব্যক্তিগত জীবনের রসালো গল্প জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় পাইনা? আমজনতা তো জানে যে এদের বেশীরভাগই একই দোষে দুষ্ট।
আমাদের নায়ক-নায়িকা, গায়ক-গায়িকাদের একান্ত ব্যক্তিগতজীবন, তাদের তারকা হবার গল্প নিয়েও লেখালিখি হয়না তেমন একটা। প্রথম আলোতে তো একেবারেই না। কারণ তারকারাও ক্ষমতাধর। উপরে তাদের জানাশোনা অনেক।
আর তাই রসালো গল্পের চরিত্র হয় ক্ষমতাহীন দূর্বল মানুষেরা...। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।