আষাড় ধারা বলেই কি ? নাকি আমার মন উদাস হয়ে আছে ভাঙ্গনের শব্দ শুনে। কেন জানি আজ কাজে মন বসছে না। সকাল থেকে সারাটাদিন কাজ করলাম। এখন লাঞ্চ করে আবার কাজ করব। সামান্য ব্রেক।
তবু মনে হচ্ছে কোথাও যেন ফাক থেকে যাচ্ছে। কাজ করছে মস্তিস্কের একটি পার্ট, আরেকটি অংশ পরে আছে অন্য কোথাও।
আমার কাছের কারও কাছে নয়। ভালবাসার কারও কাছে নয়। বন্ধুর কাছে নয়।
পরিবারের কাছে নয়। কোথাও নয়।
তবে কই? না জানা কোন অজানায় পরে আছে মন।
হায়রে তারে কি তুমি চিনিবেনা কভু, হে অবুঝ মন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।