এটি একটি ব্যাপক গবেষণাধর্মী পোস্ট।
নিজ দায়িত্বে প্রবেশ করুন।
সম্প্রতি আমার উনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন। তো এই কারণে ভালবাসার সংজ্ঞা খুজতে আমি জলিল ভাইয়ের মত সার্চ-দ্য খোঁজ লাগাইলাম। গুগল মামা আমার সবসময়ের সংগী।
(মানে যতক্ষন নেটে থাকি আরকি! )
তো 'ভালোবাসা' লিখে এন্টার দিলাম। প্রথম যেই ইমেজ টা আসলো সেটা তে একটা গান!
'আশা ছিল, ভালোবাসা ছিল
আজ আশা নেই ভালোবাসা নেই' !!!!
দেখেন দেখি কেমন লাগে, এমনেই উনারে হারাইয়া নাকের পানি চোখের পানি একাকার তার মধ্যে আবার ছ্যাক খাওয়া গান।
তো রেগেমেগে ভালোবাসা কেটে দিলাম। এইসব দেশী নিয়া টানাটানির সময় নাই আমার দরকার বিদেশী মাল। লিখলাম LOVE।
এইবার ফার্স্ট লিঙ্কটাই উইকি খালার। আর সেকেন্ড লিংক টা লাভ ক্যাল্কুর
দিলাম দুইজনের নাম লিখা ক্যাল্কুলেট চেপে।
সর্বনাশ !!! মাত্র নাকি ১১%। ধূর ছাই!!
নামের বানান অনেক আগা-পিছা করেও কোনোভাবেই ৬০% এর বেশী ভালোবাসা তুলতে পারলাম না।
নাহ! বিলাপ করতে করতে এইবার উইকি খালার লিঙ্কে ঢুকলাম।
নারী-পুরুষের ভালোবাসা সম্পর্কে যা লেখা তার ভাবানুবাদ হলো, 'ভালোবাসা হচ্ছে একটা জৈবিক চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদির মত' ।
এইবারো মনমত হলোনা। পশ্চিমারা ভালোবাসা টাকে বড়বেশী শারীরিক মনে করে।
এইবার সংজ্ঞা খোঁজার জন্য কুড়াল আই মিন কী-বোর্ড হাতে নিলাম।
বেশ কিছু মজার আর চমৎকার সংজ্ঞা পেলাম।
যেমন -
"Love is permanent orgasm"
ভাবেন একবার! তাই তো কই আমি ইদানিং এতো শুকাইতেছি কেন!
আরেক জায়গায় দেখলাম লেখা
"Love means making babies" ! এইটা খারাপ না কি বলেন
আরেকটা মজার লাইন দেখলাম-
"Love=Not having to wear a condom"
কিন্তু এই মুহূর্তে আমার যেই অভিব্যাক্তি সেটাকে প্রকাশ করার মত কোনো সংজ্ঞা খুজে পাচ্ছিনা।
বাংলা সিনেমা টাইপ বেশ কিছু সংজ্ঞা আছে অবশ্য কিন্তু সেগুলোও ঠিক যথার্থ হচ্ছে না।
শেষমেষ নিজেই একটা সংজ্ঞা দাঁড় করায়ে দিলাম,
"Love is not what you feel, its what your mate feels about you!"
কি! ভাবতেছেন এত সুন্দর সংজ্ঞা কেমনে দিলাম?
এইটাও হালকা চেন্জ করা কপি-পেস্ট।
যাই হোক, আসেন আমরা আরো বেশী বেশী ভালোবাসি। মনের মানুষের জন্য যথাসম্ভব স্যাক্রিফাইস করি।
আর মনে রাখবেন, If love is true, he/she will come back! (রিসেন্টলি ছ্যাঁক খাওয়া, বুঝেন ই তো ! ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।