http://www.facebook.com/Kobitar.Khata এক আমেরিকান ভদ্রলোক যার জন্ম বেড়ে উঠা জার্মানীতে, নাম রেইনার এবার্ট। তিনি আমেরিকা টেক্সাস-এর রাইস ইউনিভার্সিটিতে পাঠরত একজন দর্শনের ছাত্র। তিনি বিডিনিউজ২৪.কম এর মাধ্যমে কিছুদিন আগে বাংলাদেশে নৈতিক বিশ্বাসের উপর একটি জরিপ পরিচালনা করেন।
সেই জরিপের ফলাফল নিয়ে তিনি সম্প্রতি মতামতধর্মী নিবন্ধ প্রকাশ করেছেন। সে নিবন্ধনে উক্ত জরিপের ফলাফল নিয়ে তিনি আলোকপাত করেছেন।
বিস্তারিত Click This Link
সেই নিবন্ধনের একটি অংশে তিনি স্পষ্ট করে বলেছেন যে, জরিপে অংশ নেয়া বিশাল সংখ্যক যারা কোনও ধর্মের সঙ্গে সম্পৃক্ত নয়- তারা বিয়ে-পূর্ব যৌন-সংসর্গ, বিয়ে-বহির্ভুত গর্ভধারণ, স্বল্পবাস বা নগ্নতা এবং সমকামিতাকে সমর্থন করে। গড়ে প্রতি তিনজনের মধ্যে একজনেরও কম মুসলমান এগুলোকে নৈতিকভাবে গ্রহণযোগ্য মনে করে।
ব্লগের সে শুরু থেকেই ধরেই আস্তিক-নাস্তিক ক্যাচাল চলে আসছে। আর যারা নাস্তিক অর্থ্যাৎ কোন ধর্মের সাথে সম্পৃক্ত নয় তারা বিভিন্ন সময় তাদের লেখার মাধ্যমে বা আচরণে যা প্রকাশ করে এই জরিপে বলতে গেলে তারই প্রতিফলন।
আজকাল কিছু তরুণের মধ্যে নাস্তিক হওয়া একটি ফ্যাশনে পরিনত হয়েছে।
তারা নিজেদেরকে ‘প্রথা বিরোধী’ ভাবতে পছন্দ করে এবং সাধারণত অনেকে যা করে তার ব্যাতিক্রম কিছু করার চেষ্টা করে। আর তা করতে গিয়ে অনেক বাজে কাজে নিজেকে জড়িয়ে পেলে।
আমি সব সময় মনে করি; সব মানুষ যদি তার নিজ নিজ ধর্ম ঠিকমত পালন করে জগতে কোন অনাচার, অবিচার থাকবে বলে আমি মনে করিনা। দিনদিন মানুষ ধর্ম বিমুখ হচ্ছে আর দিনদিন পৃথিবীতে অনাচারের পরিমান বাড়ছে।
ধর্মহীন মানুষের সংখ্যা যত বাড়বে অনাচারও তত বাড়বে এতে কোন সন্দেহ নাই।
দিন দিন আমাদের তরুণদের মধ্যে নাস্তিক হওয়ার ফ্যাশন বাড়ছে আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিয়ে-পূর্ব যৌন-সংসর্গ, বিয়ে-বহির্ভুত গর্ভধারণ, স্বল্পবাস বা নগ্নতা এবং সমকামিতার মতো অপকর্মগুলো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।