আমাদের কথা খুঁজে নিন

   

ডাটা এন্ট্রি জব- সহজে অনলাইনে আয়ের পদ্ধতি

সাবাব অনলাইন এ আয় করতে চান? আপনার যোগ্যতা কতটুকু ? শুধু কি টাইপ আর নেট ব্রাউজ পযর্ন্ত ? লেখাপড়ার পাশাপাশি আয় করতে চান? এই সব প্রশ্নর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তাদের জন্য আজকের এই লেখা । আমরা প্রতিদিন বিভিন্ন সামাজিক সাইট গুলো তে চ্যাট করে সময় নষ্ট করে থাকি । এই সময় যদি অনলাইন এ ব্যয় করে পকেট খরচ ও মোবাইল খরচ চালাতে পারি তাইলে কেমন হয় ? নিশ্চই ভালো ! আমি আজ আপনাদের এমন একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি শুধু ক্যাপচা ইমেজ সমাধান করে খুব সহজে প্রতি মাসের পকেট/ ইন্টারনেট বিল/মোবাইল খরচ চালাতে পারবেন। সাইটটির নাম মেগাটাইপার্স ডট কম। এটি একটি নিরাপদ সাইট প্রয়োজনে বিভিন্ন ব্লগ, ফোরাম ও গুগল এ সার্চ দিয়ে দেখতে পারেন (আপনাদের অবগতির জন্য পেমেন্ট গেটওয়ে লিবার্টি রিজার্ভ থেকে আসা ইমেইলটি দেওয়া হল)।

প্রথমে http://www.megatypers.com সাইটটি তে প্রবেশ করে উপর থেকে ফ্রি সাইনআপ এ ক্লিক করে যথারীতি ইমেইল, নাম, পাসওয়ার্ড দিন । পেমেন্ট মেথড হিসেবে পেপাল, ওয়েবমানি, ওয়েস্টার্ন ইউনিয়ন, লিবার্টি রিজার্ভসহ বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। সেখান থেকে আপনি আপনার পছন্দের পেমেন্ট মাধ্যমটি বেছে নিন। পেপাল হলে এর ইমেইল এড্রেস আর লিবার্টি রিজার্ভ হলে অ্যাকাউন্ট নাম্বারটি দিন। এই জায়গায় আমার একটি সাজেশন থাকবে তা হল পেপাল যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না, ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ওয়েবমানি ওতটা পরিচিত নাই তাই লিবার্টি রিজার্ভে অ্যাকাউন্ট খুলতে পারেন ।

তবে আন ভেরিভায়েড পেপাল অ্যাকাউন্ট দিয়ে ডলার ট্রান্সফার এর সুবিধা থাকায়, আপনার প্রবাসী আত্মীয় স্বজন এর নাম ঠিকানা ব্যাবহার করে পেপালে অ্যাকাউন্ট করে নিতে পারেন। পরে পরিচিত কারো ভেরিফায়েড অ্যাকাউন্ট এ ট্রান্সফার করে ক্যাশ করে নিতে পারবেন। তাছাড়া কিছু ওয়েব সাইট আছে যারা মোবাইল এ টাকা পাঠায়। পরবর্তী ধাপ এ ইনভাইটেশন কোডের জায়গায় লিখুন 3EEK (কোডটি টিক মত টাইপ করবেন) এবং ক্যাপচা টাইপ করে রেজিস্টার বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার অ্যাকাউন্ট হয় এ গেল।

এখন কীভাবে কাজ করতে হয় তা জানার পালা। মেগাটাইপার্স এ ইমেইল, পাসওয়ার্ড দিয়ে এ লগ-ইন করে বাম পাশের solve image বাটন এ ক্লিক করলে একটার পর একটা ক্যাপচা ইমেজ আসবে এবং আপনি সেগুলো পূরণ করে যাবেন, প্রতি ১০০০ টি ক্যাপচা পূরণ করার জন্য আপনি ০.৬০ ডলার থেকে ১.২৫ ডলার পেতে পারেন। কম বা বেশি মূল্য নির্ভর করবে আপনার সময়ই এর উপর অর্থাৎ আপনি যদি রাতে এ কাজ করেন তখন মূল্য বেশি থাকবে আবার দিনের বেলায় কম। আয় এর পরিমান কম হলেও দিন শেষে আপনার অ্যাকাউন্ট এ ১ থেকে ২ ডলার জমা করতে পারবেন। এই সাইট এ বাড়তি আয় করার জন্য অ্যাফিলিয়েট ব্যাবহার করতে পারেন।

বিস্তারিত সাইটের নিচের দিকের হেল্প অপশন এ পাবেন। আপনাদের বুঝার সুবিধার জন্য চিত্র দেওয়া হল। আমি এখন সাইটটিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে। solve image বাটনে ক্লিক করলে একটার পর একটা ক্যাপচা ইমেজ আসবে ঠিক এবং আপনি সেগুলো পূরণ করে এন্টার দিয়ে যাবেন।

আপনার গতি যদি ধীর হই অথবা ১৫ সেকেন্ডের মধ্যে পূরণ করতে না পারেন তাহলে kick দেওয়া হবে। এই রকম কয়েকবার kick খাইলে সাময়িক ব্যান হতে পারে, ১০-১৫ মিনিট পর আবার কাজ করতে পারবেন। বেশি ব্যান খাইলে স্থায়ীভাবে ব্যান হতে পারে তাই সাবধান। কিক/ব্যান না খাওয়ার উপায় ধরুন, একটি ক্যাপচা আসলো “blomming park”. আপনার পক্ষে ১৫ সেকেন্ডে সম্ভব না, তাহলে যতটুকু টাইপ করা যায় টাইপ করে এন্টার দিন। আবার এমন একটি ওয়ার্ড আসলো কিছু বুঝা যাচ্ছেনা বা নো ইমেজ দেখাচ্ছে, তাহলে ভুলেও don’t know তে ক্লিক করবেন না।

আমি অনেককেই দেখেছি যারা এই বাটন বেশি ব্যাবহার করেছেন তাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে । তাই ভুল ওয়ার্ড টাইপ করে এন্টার দিয়ে দিন। সব সময়ই চেষ্টা করবেন বান/কিক না খাওয়ার। কাজের মাঝখানে উঠার প্রয়োজন হলে পজ এ ক্লিক করে উঠবেন। অ্যাকাউন্টে ৩ ডলার জমা হলে পেমেন্ট দেওয়া হয়।

সোমবার/মঙ্গলবার এর দিকে আপনার পেপাল/লিবার্টি রিজার্ব অ্যাকাউন্টে ডলার পৌঁছে যাবে। অনেক সময়ই দেখা যায় ৩ ডলার পূরণহলেও যথাসময়ে পেআউট হইনা, যেটা প্রথমবার আমার হইছিল। কাজ করার সময় লক্ষ্য করবেন আপনি ভুল টাইপ করুন বা শুদ্ধ টাইপ করুন ডলার কিন্তু বেড়ে যাই। কিন্তু সপ্তাহ শেষ এ ভুল গুলার অর্থ কেটে নেওয়া হয়, ফলে যারা বরাবর ৩ করে রেখে দেন তাদের অনেক সময় ভুলগুলোর অর্থ কেটে নেওয়ার ফলে ৩ ডলারের নিচে চলে যায় এবং ট্রান্সফার হয় না। নিজের প্রথম আয় হাতে পাওয়ার জন্য যাদের আর তর সইছেনা তাদের জন্য নিচে কিছু ওয়েবসাইট এর ঠিকানা দিলাম যারা ডলার এর মাধ্যমে মোবাইলে টাকা পাঠায়।

১। http://www.bdonlinetopup.com (এই সাইট টির পেজ রাঙ্ক ২ ) ২। http://www.mobilerefillbd.com (এই সাইট টির পেজ রাঙ্ক ২ ) ৩। http://www.recharge24.net (এই সাইট টির পেজ রাঙ্ক ১ ) ৪। http://www.rechargemobilebd.com ৫।

http://www.remit2cell.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।