বাঙলা কবিতা এই হাওয়া কার ওষ্ঠপুট থেকে জন্ম নিয়ে কার কেশচুম্বনে দৌড়ায়? সমুদ্রস্রোতেরা এর মর্মার্থ জানে না; তুমি তো গর্জনশীলা সমুদ্রের অবিরাম পাগলামী নও! দমবন্ধ অন্ধকার দু'হাতে সরিয়ে স্বেচ্ছায় কি অনিচ্ছায় তোমাকে তো নিজেরই আয়নায় গিয়ে, নিজের অচেনা মুখ দেখে নিতে হয়! তারপর গলে-পড়া বৃষ্টি তুমি বাতাসের সংশ্লিষ্টতা চাও; বলো, কার ওষ্ঠপুট হাওয়ার জননী? বলো, এই হাওয়া আজও কার জন্য হাহাকার করে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।