যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!! সানডে নাইট ব্লগারস আড্ডার অষ্টম পর্বে আমাদের সাথে আড্ডা দিতে এসেছেন সামু ব্লগের অন্যতম লুল(!) নিশাচর ভবঘুরে । সুশীল আড্ডাবাজির মধ্য দিয়ে চলল আমাদের আলাপ। তার ভার্চুয়াল জীবন , ব্লগ সিন্ডিকেট , ব্যাক্তিগত জীবন নিয়ে বলেছেন অনেক কথা । আসুন ঘুরে আসি সেই আড্ডা থেকে ।
সানডে নাইট - সামু ব্লগে আপনার শুরু টা কিভাবে ?
নিশাচর ভবঘুরে - শুরুটা ছিলো অদ্ভুত।
তখন সবে বাংলা টাইপ করতে শিখেছি, অভ্রের কল্যানে। কিছু বাংলা কন্টেন্ট লিখে গুগল মামার দ্বারস্থ হতেই উনি সামু ধরিয়ে দিলেন। এরপর পড়ার শুরু। একদিন মনে হলো, আমিও দুই-চার লাইন লিখি। নিক খুলে ফেললাম।
এক মাসের মধ্যে সেফও হলো।
সানডে নাইট - আপনার প্রথম পোস্ট চার লাইনের । 'বাংলাদেশ ও আমাদের স্বপ্ন''
এটা কি ব্লগে পোস্ট দিতে হবে , তাই লেখা , নাকি ভেবে চিন্তে
নিশাচর ভবঘুরে - নাহ, তখনকার সময়ে খুব দেশ নিয়ে ভাবছিলাম। দেশের সিস্টেমের উপর খুব বিরক্ত ছিলাম। তাই লেখা।
আর এটা কিন্তু ব্লগে আমার প্রথম পোষ্ট নয়। শুরুতে দুইটা পোষ্ট ছিলো। দুইটাই মুভি সম্পর্কে উইকিপিডিয়া থেকে কপি-পেষ্ট। মৌলিক লেখা বললে, এই লেখাটা। তাই ঐ দুটো লেখা মুছে দিয়ে, এটাই শুরুতে রেখেছি।
সানডে নাইট - তখনকার সময়ে দেশ কে নিয়ে ভাবছিলেন , সিস্টেমের উপর বিরক্ত ছিলেন
এখন কি আর ভাবেন না? এখন কি আর বিরক্ত না ?
নিশাচর ভবঘুরে - হুম। এখনকার বিরক্তি আরো অনেক বেশি। কিন্তু শুরুতে অন্য একটা নিকে ব্লগে এইসব নিয়ে লেখা শুরু করি। অনেকদিন চালিয়েও যাই। কিন্তু ব্লগে দেশ নিয়ে শুধু কিছু মানুষের ভাবার অধিকার আছে বলে, নিজেকে ঘুটিয়ে নিয়েছি।
ভাবনা কি থেমে থাকার?
সানডে নাইট - শুরুতে অন্য একটা নিক থেকে লিখালিখি করতেন
সেই নিক টা কি এখনো রেখেছেন ?
লিখেন কিছু এখনো ?
নিশাচর ভবঘুরে - এখনো মাঝে মাঝে লিখি। কিন্তু আসলে ব্লগে উপস্থিতি কমে গেছে। আগের মতো সারাদিন ব্লগে পড়ে থাকা হয়না।
সানডে নাইট - আপনার লেখালেখির , মানে ক্রিয়েটিভ রাইটিং এর শুরু কখন থেকে?
নিশাচর ভবঘুরে - ছোটবেলা থেকেই লেখার চেষ্টা করতাম। আমার মেজো ভাইয়া মাঝে মাঝে টেবিলের উপর একটা কিছু রেখে বলতেন, ছবি আঁক।
দেখি কারটা ভালো হয়। পুরষ্কার আছে। আবার কখনো দেয়াল ঘড়ি দেখিয়ে বলতেন, এটা নিয়ে ছড়া লেখ। লিখতাম। এভাবেই শুরু।
আমরা ছোটরা উনার পাল্লায় পড়ে লেখা শুরু করি।
সানডে নাইট - আপনি প্রথম কবে গল্প বা কবিতা লিখেছেন মনে আছে ? নাম কি ছিল
নিশাচর ভবঘুরে - মনে নাই। তবে স্কুল লাইফে প্রথম স্কুল ম্যাগাজিনে ছাপা হওয়া ছড়ার নাম মনে আছে। ক্লাস ফোরে থাকার সময় লিখেছিলাম। ছড়ার নাম ছিলো, "শর্মা"
মাথায় তার কালো চুল, চোখে তার চশমা
আমাদের ক্লাসে পড়ে সে, নাম তার শর্মা।
এটা ছিলো প্রথম ছাপার অক্ষরে লেখা।
সানডে নাইট - শর্মা নিশ্চয় কোন মেয়ে ?
লুলামি তাহলে বেশ ছোট থাকতেই আপনার মধ্যে দানা বেঁধেছিল
নিশাচর ভবঘুরে - হা হা হা হা। না সে মেয়ে নয়। ছেলের নাম, শর্মা। তবে ততদিনে পিটিআই স্কুলে ট্রেনিং নিতে আসা এক ম্যাডামের প্রেমে হাবুডুবু খাচ্ছি।
উনিও আমাকে অনেক আদর করতেন। এখন বুঝি, আমি যাকে প্রেমিকা ভাবতাম, উনি আমাকে ছেলে ভাবতেন।
ছেলের মতো ভেবেই আদর করতেন।
সানডে নাইট - গল্প , কবিতা , লুল কবিতা সব ই তো লিখেন
তবে সবচেয়ে ভালো লাগে কোনটা লিখতে
নিশাচর ভবঘুরে - কবিতা লিখতে ভালো লাগে। তবে মুক্তগদ্য বেশি প্রিয়।
অনেকদিন লেখা হয়না। বয়স হয়ে গিয়েছে। আগের মতো এনার্জী পাইনা।
সানডে নাইট - কবিতা নিয়ে তো একটা সিরিজ লিখতেন
পারমিতা
এই পারমিতা কে ?
নিশাচর ভবঘুরে - পারমিতা অবশ্যই আমার প্রেমিকা। সে হতে পারে ভাবনার প্রেমিকা, অথবা বাস্তবের।
তবে তাকে চিনি। তাকে অনুভব করি।
সানডে নাইট - আপনি তো আগে বাণী দিতেন
বাণী দেওয়া ইদানীং কমিয়ে ফেললেন কেন
নিশাচর ভবঘুরে - আসলে বানী দেওয়াটা ছিলো বাঁদরামি। পরে আর কেনো জানি, আর কন্টিনিউ করা হয়নি। এখন একটা বানী দেবো?
সানডে নাইট - হ্যাঁ , অবশ্যই দিন
নিশাচর ভবঘুরে - দূরে গিয়া মরো
হা হা হা হা হা
সানডে নাইট - উপস !
ওকে , মুভ অন
লেখালেখিতে আপনার আদর্শ কে ?
নিশাচর ভবঘুরে -
আদর্শ বলতে কি বুঝায় জানিনা।
তবে অনেক প্রিয় লেখক আছেন। কাউকে গভীরভাবে নেইনা। ভয় পাই, যদি ওনাদের অনুকরণ করার চেষ্টা করি! তাহলেতো উনাদের মতো হতে পারবোইনা, উল্টো এই অভাগার শুন্য থালাটাও যাবে।
সানডে নাইট - ব্লগে আপনার পথ চলা টা এক বছরের কিছু বেশি।
আপনার প্রিয় ব্লগার কে কে
নিশাচর ভবঘুরে -
এই তালিকাটা অনেক বড়।
কারো নাম বলতে ভুলে গেলে, শেষে খুব খারাপ লাগবে। তবে এটা বলি, আমার প্রিয় ব্লগারদের পোষ্টে আমি নিয়মিত যাই। আমার দিকে সুক্ষ নজর রাখো। বুঝে যাবা কারা আমার প্রিয়। আমি আমার প্রিয় ব্লগারদের কাছাকাছিই থাকে।
ব্লগে অথবা ফেসবুকে।
সানডে নাইট - দাঁত দেখান কেন মিয়া
নজর রাখা কি আর পাঠক দের পক্ষে সম্ভব ?
কয়েকজনের নাম বলেই ফেলুন
নিশাচর ভবঘুরে - কামরুল হাসান শাহী, নোমান নমি, চানাচুর, রেজোয়ানা আপু, ধূসর ধ্রুব, দূর্বা জাহান, নাহোল, ইমন জুবায়ের, কবি ও কাব্য, চেয়ারম্যান, নাজনীন আপু, নীল-দর্পন, চয়ন, আলিম আল রাজী, অপরীনিতা, নষ্টালজিক ভাই, জুনাপু, দূর্যোধন, শায়মাপু, মাহীপু, শোশমিতাপু, অসামাজিক ০০৭, সুদীপ্ত, নীরব, রিয়েল ডেমন, মাইনাস, ত্রিনিত্রি, সরলতা, শায়েরী, নাআমি আপু, মুনসী১৬১২, রাজসোহান, কবি শহীদুল, তন্ময় ফেরদৌস, স্বাধীকার, দাসত্ব, সহচর, মামুন হতভাগা, শিপু ভাই, ফারিয়া, শিশিরের শব্দ, আরজু পনি আপু, নাঈম আহম্মেদ, চাঁপা ডাঙ্গার চান্দু আর তুমি
সানডে নাইট - একদম শেষে গিয়ে ব্যাপক পাম দিলেন !
আপনি আর নোমান ভাই দুইজনের পাম্পার !
নিজের লেখা গুলোর মধ্যে আপনার প্রিয় লেখা কোনটি
নিশাচর ভবঘুরে - পারমিতা সিরিজ
সানডে নাইট - এই সিরিজের পরের লেখা আমরা কবে পাচ্ছি
নিশাচর ভবঘুরে – খুব শিগ্র ।
সানডে নাইট - কোন লেখার মধ্যে আপনার কল্পনা বেশি স্থান পায় , নাকি বাস্তব অভিজ্ঞতা
নিশাচর ভবঘুরে - বাস্তবতাটাকে কল্পনার নৌকোয় ভাসিয়ে দেই।
সানডে নাইট - সামুতে আপনি একজন শীর্ষ লুল বলে পরিচিত ,
লুলসম্রাট নিশা ।
এই সম্পর্কে কিছু বলবেন
নিশাচর ভবঘুরে - এইটা একটা মজার ব্যাপার।
আমরা কোন মেয়ের সাথে লুলামী করিনা। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, আমরা মিলে মাঝে মাঝে লুল কবিতা লিখি। ওইখান থেকেই এইসব উপাধি আসছে। কিন্তু ইদানিং আমরা ভয়ে আছি, আমাদের এই মজাটাকে অন্য কেউ বাজে অর্থে ব্যাবহার করে কিনা। যেমন আমি নুমান ভাইকে লুল বলি, উনি আমাকে।
কিন্তু অনেকেই ভাবে আমরা মেয়েদের পিছনে পিছনে সারাদিন ঘুরি। আজব না? তাই আমরা আমাদের নিজেদের এই মজা করাটাকে নিয়ে শঙ্কিত আছি।
সানডে নাইট - আসলেই আজব । আমরা শঙ্কিত :/
আপনার মতে ব্লগের সেরা লুল কে
নিশাচর ভবঘুরে - এটা আপেক্ষিক প্রশ্ন। এই সম্পর্কে বললে বলতে হয়>>>>>>
ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা
সানডে নাইট - আমি অন্তত আপনার কাছ থেকে এমন উত্তর আশা করি না ।
আপনার ব্যাক্তিজিবন নিয়ে বলুন
নিশাচর ভবঘুরে - আসলে সত্যি বড় নির্মম।
আমার ব্যাক্তিজীবন?
সানডে নাইট - হ্যাঁ । আপনার
নিশাচর ভবঘুরে - দুই ছেলে দুই মেয়ে আর বউ নিয়ে সুখের সংসার
সানডে নাইট - এটা কোন উত্তর হল
আপনি মোটেও বিবাহিত না
নিশাচর ভবঘুরে - ওরে, এটাতো মনে ছিলোনা
আমি বিবাহিত না
এইতো
আব্বা-আম্মা আর ভাই-বোন আর একটা রাজকন্যা নিয়ে সুখের সংসার
সারাদিন ঘুমাইলে সংসার সুখের হইতে বাধ্য ।
সানডে নাইট - রাজ কন্যা টা কে
নিশাচর ভবঘুরে - আমার বড় ভাইয়ের মেয়ে
সানডে নাইট - আপনি কি আপনার ব্যাক্তিজীবন নিয়ে স্যাটিস্ফাইড ?
নিশাচর ভবঘুরে - না
আসলে আমি অনেক অলস
এই অলসতার কারনে অনেক পিছিয়ে গেছি জীবনে
ACCA পড়া শুরু করছিলাম। এখনো শেষ করিনি
ওইদিকে বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে
সানডে নাইট - বিয়ে নিয়ে আপনি দেখা যাচ্ছে অনেক চিন্তিত
খুব সখ বিয়ে করার ?
নিশাচর ভবঘুরে - আরে না
এটা মজা করে বলি
বিবাহিত মানুষদের পরিনতি দেখে আতঙ্কিত হই।
আবার বিয়ে করার শখ! সুখে থাকতে কি ভুলে কিলায়?
সানডে নাইট - জীবনে প্রেমে পড়েছেন কয়বার ?
নিশাচর ভবঘুরে – অনেকবার
সানডে নাইট - সিরিয়াস প্রেম ?
আই মিন ভালোবাসা
নিশাচর ভবঘুরে - ওটাও করেছি
ঐ সম্পর্কে কিছু বলতে চাচ্ছিনা
সানডে নাইট - আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করেন
নিশাচর ভবঘুরে - কোন প্রেক্ষাপট থেকে?
সানডে নাইট – সামগ্রিকভাবে নিজেকে কিভাবে মূল্যায়ন করেন ? ।
নিশাচর ভবঘুরে - আমার ব্লগ প্রোফাইলে লেখা আছে
আমি ততটুকুই ভালো, যতটুকু আমি খারাপ । সরাসরি কথা বলতে পছন্দ করি ।
কিন্তু এখন অনেকের মন রক্ষা করে চলতে হয়
মানে কাছের মানুষদের
কাউকে কিছু বলতে গেলে, কাছের মানুষরাই আপত্তি তোলে
সানডে নাইট - সামহোয়ার ইন ব্লগে আপনার যেমন বেশ কিছু প্রিয় ব্লগার আছে , তাহলে নিশ্চয় কিছু বন্ধু ও আছে ।
ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে রিয়াল ওয়ার্ল্ড ফ্রেন্ড কয় জন পেয়েছেন
নিশাচর ভবঘুরে - তিন- চারজন
সানডে নাইট - জাতি নাম জানতে চায়
নিশাচর ভবঘুরে - নাম কমুনা, তাইলে সিন্ডিকেট এর সিল পড়ে যাবে
আমরা নিজেদের মতো থাকি
আড্ডাই।
সানডে নাইট - ব্লগের এটা একটা সমস্যা , কি বলেন ?
কয়েকজন ব্লগার এক সাথে থাকলে , আড্ডা দিলে সিন্ডিকেট সিল পড়ে যায়
নিশাচর ভবঘুরে -
এটা একটা মজার বিষয়।
সানডে নাইট -
খোলাসা করেন আমাদের পাঠকদের জন্য।
নিশাচর ভবঘুরে - যারা সিন্ডিকেট সিন্ডিকেট বলে হায় হায় করে, তাদের কিন্তু বড় একটা সিন্ডিকেট আছে।
তার আড্ডা দেয়।
অনেক কিছু।
আজকে যেই সিন্ডিকেট নিয়ে সমস্যা, ওই সিন্ডিকেট এর শুরুর দিকের সদস্য যারা ছিলেন, তারাই আজকে এসে হায় হায় রব তোলেন। এটা বেশ মজা লাগে। আমি আড্ডাবাজ। ব্লগের বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। অনেক কিছু জানা যায়।
জমে। কিন্তু কিছুদিন আগে ব্লগ থেকে বিতাড়িত হওয়া এক ব্লগারের সাথে আড্ডা দিতে গিয়ে দারুন এক অভিজ্ঞতা হলো। ব্লগে গ্রাম্য রাজনীতি করা যায়, উনি দেখাইছেন। প্রভাব বিস্তার করা, কিছু মানুষকে অনুগত রাখার চেষ্টা, নিজের নামের প্রচার। এসব দেখে বিরক্ত হয়ে ঐ গ্রুপ থেকে অনেকটা সরে এসেছি।
হয়তো সামনের দিকে পুরোটাই সরে আসবো।
সিন্ডিকেট সবারই আছে। শুধু কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে ঢং।
সানডে নাইট - সামুতে কিছুদিন আগে ব্যাপক পরিবর্তন এসেছে ।
আপনি এই পরিবর্তনকে কিভাবে দেখছেন
নিশাচর ভবঘুরে -
পরিবর্তনটা ভালো লেগেছে।
কিন্তু সামুর অনেক ব্লগার মোবাইল থেকে ব্লগিং করেন। তাদের কথা ভাবা উচিত ছিলো। তারা অনেক সমস্যায় ভুগছে।
সানডে নাইট - নির্বাচিত পাতা নিয়ে আপনার অভিমত কি
নিশাচর ভবঘুরে -
নির্বাচিত পাতার জন্য আসলে কি লেখা আসা উচিত বা কোন লেখাগুলো আসবে এটা মনে হয় ব্লগারদের জানা নেই। অন্তত আমার জানা নেই।
আশা করি মডারেটর এটা ক্লিয়ার করে দিবেন।
সানডে নাইট - সামুর মডুদের নিয়ে তো অভিযোগের শেষ নেই ।
আপনি কি বলেন এই ব্যাপারে
নিশাচর ভবঘুরে - মডুদের নিয়ে কিছু বলে কি ব্যান খামু?
>
সানডে নাইট - আগের ৭জন খায় নি , আপনিও আশা করি খাবেন না , বেঝিঝাক বলে ফেলুন যা বলার
নিশাচর ভবঘুরে - দেখুন মডারেটর দেবতা না, মানুষ । তারা ভুল করতেই পারে। আর বর্তমান মডারেটররা আগে ব্লগার ছিলেন।
ওইসময়ের কিছু অভ্যাস কি আর যাওওয়ার কথা?
কিছু স্বজন সবারই থাকে, তাই স্বজনপ্রীতি স্বাভাবিক। তবে আমি গালিবাজদের প্রতি কোন সহানুভুতি না দেখানোর অনুরোধ করি মডারেটোদের।
সানডে নাইট - সামু ব্লগে উত্তোরত্তর বৃদ্ধি পাওয়া ১৮+ , তথা অশ্লীল পোস্টের ব্যাপারে কি বলবেন
নিশাচর ভবঘুরে - আমার কাছে কোন শ্লীল, অশ্লীল নেই
তবে হ্যা রুচিবোধের কথা আছে
রুচিহীন ১৮+ সমর্থন করা যায়না । আর অশ্লীল পোষ্টের কারনে যদি ভালো কোন পোষ্ট মানুষ না পড়ে, তখন খারাপ লাগে
সানডে নাইট - সামুর সার্বিক অবস্থা নিয়ে আপনি কি খুশী ?
নিশাচর ভবঘুরে - হুম
খুশি
একটা লেখার খাতা পাইছি ফ্রিতে
সানডে নাইট - কে দিয়েছে ?
নিশাচর ভবঘুরে – জানা আপা
সানডে নাইট - সামুতে আসা নতুন ব্লগারদের প্রতি আপনার কোন পরামর্শ আছে ?
নিশাচর ভবঘুরে - আমি নিজেই নতুন ব্লগার, তাদের কি পরামর্শ দেবো? তবে ভাব নেওয়ার জন্য বলতে পারি কিছু কথা। নতুনদের জন্য বলছি, ব্লগে আপনাদের দারুন কিছু লেখা পড়ার লোভেই আসি।
বঞ্চিত করবেন না। (ব্যাপুক ভাব নেওয়ার ইমো হইবেক)
সানডে নাইট – আড্ডার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি ।
নিশাচর ভবঘুরে - পাঠকদের উদ্দেশ্য বলি, এই অখাদ্য কথাগুলো এতক্ষন ধৈর্য্য ধরে পড়েছেন দেখে অবাক হলাম। আপনারা পারেনও। আর তোমাকে বলছি, আমার মতো ছুড ব্লগার (?) না ধরে বড় ব্লগারদের ধরো সাক্ষাতকারের জন্য।
বহুত বহুত ফায়দা হবে।
সানডে নাইট - যান ,আপনার এই কথার লাগি একটা কথা কইয়া দেই । আগে কোন দিন কই নাই নেক্সটে কে আসবে
আজকে একটু কইয়া দেই । দুয়া রাখেন যেন নেক্সটে হাসান মাহবুব , আমাদের সবার প্রিয় হামা ভাইকে আনতে পারি । ভালো থাকবেন
শুভকামনা
নিশাচর ভবঘুরে - তুমিও ভালো থাইক ।
লেখকের বক্তব্য - গত সপ্তাহে সানডে নাইট ব্লগার আড্ডা প্রকাশ করা যায় নি বলে আমরা দুঃখ প্রকাশ করছি । আসলে অনেক ব্লগারকে বললেও সহজে কেউ আসতে চায় না। তাই একটু সমস্যা হয়ে যায়। যারা এই আড্ডার নিয়মিত পাঠক , তাদের সহযোগিতা কামনা করি এবং আমাদের সাথে সব সময় থাকার জন্য অনেক ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।