স্বাধীনতার কথা বলি ছাত্রলীগ ও শিবির ক্যাডারদের সংঘর্ষের পর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের চারটি ভবনের শতাধিক কক্ষে আগুন দেওয়া হয়েছে।
রোববার রাতে নগরীর বালুচর এলাকায় এই সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষের পরপরই ছাত্রাবাসে আগুন দেওয়া হয়।
সিলেটের বৃহত্তম ওই কলেজের ছাত্রবাসের পাঁচটি ভবনে দুই শতাধিক কক্ষ রয়েছে।
কলেজের অধ্যক্ষ বীরেশ চন্দ্র সরকার সাংবাদিকদের বলেছেন, আগুনে চারটি ভবনের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০টির মতো কক্ষ।
ওই সব কক্ষে ছাত্রদের বই-খাতা, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
আহতদের মধ্যে রয়েছেন ছাত্রলীগেরজুয়েল আহমদ, এসআর রুমেল, ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সভাপতি মনোয়ার হোসেন ও কর্মী জাহাঙ্গীর আলম।
তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার বলেন, সন্ধ্যায় শিবির ক্যাডারদের নিয়ন্ত্রিত ছাত্রাবাস সাধারন ছাত্ররা নিজেদের নিয়ন্ত্রণে নিতে গেলে সংঘাতের সূত্রপাত হয়।
সাধারন ছাত্ররা প্রথমে শিবির ক্যাডারদের ধাওয়র মুখে পিছু হটে। তখন সাধারন ছাত্র জুয়েল আহত হন। এরপর সাড়ে ৭টার দিকে সংঘবদ্ধ হয়ে সাধারন ছাত্র ও ছাত্রলীগকর্মীরা ছাত্রাবাসে হামলা চালায়।
ওসি এনামুল মনোয়ার আরো বলেন, ছাত্রাবাসের চারটি ভবনের শতাধিককক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে সঙ্গে সঙ্গেই।
সিলেট ফায়ার স্টেশনের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু রাত সাড়ে ৯টার দিকে বলেন, প্রায় ৮০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।