বলব, পরে- এখন নয়। আমার কাছে প্রায় দ্বিশতাধিক পিডিএফ বই আছে। এর মধ্যে পঞ্চাশ/ষাটটা বাংলা বই। ল্যাপটপে বা নেটবুকে বই পড়ে আরাম পাই না। ঘাড়-মাথা এক-আধটু ঘুরাতে না পারলে বই পড়ে আরাম আছে? এখন একটা ই বুক রিডার কিনতে "মুঞ্চায়" কিন্তু কোনটা কিনি, সুবিধা-অসুবিধা, দরদাম আর ঢাকা শহরে কোথায় পাওয়া যায়- এই ব্যাপারে অন্ধকারে আছি আচমকা সামুর ভাই-ব্রাদারদের কথা স্মরণ হইল। অভিজ্ঞ ভাই সাহেবদের কাছে বিশেষ আবদার- একটু হেল্পান ভাইয়েরা। শুনলাম কিন্ডুল-ই নাকি বেস্ট ! ঘটনা সত্য?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।