everything is fair in love and war এই মূহূর্তে অন্নপূর্ণা প্রজেক্ট ১ নম্বর রেঙ্ক এ আছে
পৃথিবীকে বদলে দেবার প্রয়াসে শুধুমাত্র শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় এক যুগ ধরে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এই আয়োজন করে আসছে। ২০০৩ সাল ১৪ লক্ষাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে যার মধ্যে ১৮৩ টি দেশ এবং অঞ্চলের ৩ লক্ষ ৫৮ হাজার শিক্ষার্থী প্রতিনিধি অংশ নেয়।
বাংলাদেশ থেকে চুড়ান্ত ভাবে নির্বাচিত টিম ইঞ্জিন । এ প্রজেক্টের নেতৃত্ত্বে আছেন খালিদ মাহামুদ, মেহেনাজ চৌধুরী,আইমান কাদের সিদ্দিকী এবং জুনায়েদ হাসান । এছাড়া দলের মেন্টর হিসাবে আছেন আশেকুল মোরসালিন।
এটার মূল কৃষি উৎপাদন ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা। অন্নপূর্ণা একটি কৃষি ভিত্তিক এবং কৃষি কেন্দ্রিক সফটওয়্যার। পিপলস চয়েস অ্যাওয়ার্ড এর জন্য ভোটে নির্বাচিত সেরা প্রকল্পের মধ্যে বাংলাদেশের প্রকল্পটির অবস্থান প্রথম ।
আমরা গরিব দেশ হতে পারি কিন্তু আমাদের মেধা কোন অংশে কম না ।
সে জন্য ওদের সাহায্য সর্বপরি নিজের দেশকে এবং দেশের সুপ্ত মেধাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্ন অন্নপূর্ণাকে ভোট দিন ।
এই প্রতিযোগিতায় আমাদের টিম ইঞ্জিনের মূল প্রতিপক্ষ মূলত ইন্ডিয়া । ওদের ইন্টারনেট ইউজারের তুলনায় আমরা অতি নগন্য । তাই আমাদের যত পারা যায় বেশী বেশী ভোট দেওয়া উচিত। একমাত্র আমাদের সাহায্য ওরা এটা করতে পারবে ।
পিপলস চয়েস অ্যাওয়ার্ড’-এর জন্য ভোটে নির্বাচিত সেরা প্রকল্পের মধ্যে বাংলাদেশের প্রকল্পটির অবস্থান প্রথম সফটওয়্যারটিকে ভোটের মাধ্যমে শীর্ষে আনতে পারলে বাংলাদেশের তরুণদের তৈরি সফটওয়্যার বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান জানান দেবে ।
অন্নপূর্ণার প্রোজেক্ট ডিটেলস
ভোটিং লাইন ক্লোজ হয়ে যাবে আগামিকাল ( ৯ জুলাই ) রাত ৯ ( পিএম ) টায় । ততক্ষন বর্তমানের এই অবস্থান ধরে রাখার জন্য আসুন আমরা টিম ইঞ্জিনকে ভোট দেই ।
ভোট দিতে http://supportannapurna.sytes.net যেয়ে ভোট দিতে হবে । এক আইপি দিয়ে প্রতি ৩০ মিনিট পর পর ভোট দেওয়া যাবে । তাই যদি পারেন এটা বুকমার্ক করে রাখুন এবং যতক্ষন অনলাইনে থাকেন একটু কষ্ট করে ৩০ মিনিট পরপর ভোট করুন ( ভোট দেওয়া ঝামেলার কিছু নাই ... জাষ্ট ক্লিক করলেই ভোট হয়ে যাবে )
*** আর আমাদের ওয়াই ম্যাক্স এবং মোবাইল ইন্টারনেট এর আইপি প্রতিবার ডায়াল আপ করার সাথে সাথে রেন্ডমলি ভাবে পরিবর্তন হয় ।
তাই আপনি কয়েক বার মডেম ডিসস্কানেক্ট এবং কানেক্ট করে একবারে বেশ কয়েকটি ভোট দিতে পারেন ।
*** সামুর ব্লগার ভাইদের অনুরোধ করব আপনারা একত্রিত হয়ে অন্নপূর্ণা কে ভোট দিন এবং অন্যকে উৎসাহিত করুন এবং ভোট দানের পেজ যত পারেন ফেসবুক এ শেয়ার দেন । নিজে দিন এবং অন্যকে উৎসাহিত করুন । এটা আমাদের সবার জানা ব্লগার কমুনিটি এক হলে অসাধ্য সাধনও সম্ভব । আরত ২৪ ঘন্টা ...মাত্র ... ***
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।