আমাদের কথা খুঁজে নিন

   

বি টি সি এল এর ব্রডব্যান্ড ব্যবহারকারী ভাইরা একটু উকি দেন

এসব ফাউ প্যাচাল । না পড়লেই হইবে ****** চিহ্নিত অংশ থেকেই পরুন । পরমথে আগে একটু মোর দুক্কের করুন কাহিনী কই । ইউজ করি জুম আলট্রা । মানে মোটামুটি বহুত দিন হল প্রায় ২ বছরের বেশি ।

প্রথম প্রথম ১জিবি মোটামুটি চলে যেত । ২-৩মাস পর দেখি ২০দিনে শেষ হচ্ছে । অতপর যখন চলে না তখন ১.৫জিবি । কিছুদিন পর দেখি সেটাও আর চলে না । সিটিসেল প্রোমোসনাল ইউসেজ নামে ১.৫জিবিকে আবার ২জিবি করে দিল ।

তাও দেখি ২জিবি দিয়েও আর কাম হয় না । ২০ দিনেই শেষ । কি করি করি । জুমটাকে পোস্টপেইড করে নিলাম বাড়তি ৫০০টাকা দিয়ে । পরথমে এই জুম কিনছিলাম ৩৩০০টেকা দিয়া ।

তার আগে জিপি ই ভরসা ছিল মোবাইল দিয়া । কাহীনিতে আসি পোস্ট পেইড কিননা ২জিবি হয়ে গেল ৩জিবি টাকা খরচ ৫২২টাকা । হায় কপাল সেই ৩জিবি এখন ১৫দিনে শেষ হয় । আমি জুম এর ব্রাউজিং স্পিড নিয়ে মোটামুটি সন্তুষ্ট ছিলাম সেই খুসিতে আমি মাস ৬ আগে আরেকটা জুম কিনি । পোস্টপেইডের ৩জিবি জলদি শেষ হয়ে গেলে আরেকটা প্রিপেইডের ১জিবি লাগাই ।

মোটকথা ৫২২+৩১৭=৮৩৯টাকা আমার মাসিক বিল । দুঃখের কথা কি আর কমু রে ভাই বিভাগীয় শহরেই(ঢাকা না) থাকি মাগার আমাগো এলাকায় বাংলালায়নের নেটওয়ার্ক পায় না । আজকে বাংলালায়নের এক কর্মচারি আইসা দেইখা গেল আর কইয়া গেল হইবো না । হইব না মানে নেটওয়ার্ক ১-১.৫বছরের আগে নেটওয়ার্ক বাড়াবে বলে মনে হয় না । একখান টিউশনি পড়াই ।

যা পাই অনেকাংশেই নেটে যায় । পকেট খরচ নিয়ে টানাটানি তো থাকেই । প্রেম করি না বলে বাচাঁ । নয়লে বাপ-মায়ের কাছে সারাদিন টাকা হাত পাততে হইত । আর সহ্য করতে পারলাম না ।

মাসের ১৪দিন হল ২৯০০মেগা শেষ । জুম পোস্টপেইড । জুম অনেক চালাইছি । আগের মাস আর এ মাস মিলে বিল প্রায় ১৪০০ হইব (এটাই লিমিট) । ২ মাসের বিল আর কি ।

এত টাকা দিবার পারুম না । ঐ টেকা দিয়া বিটিসি এলরে কোলে নিবার চাই । এতদিন বিটিসিএল নেই নাই বাপের লাইগা । সারাদিন নেটে বইসা থাকি বলে এসব টেলিফোন লাইন-টাইন নিতে হবে বললে খবর খারাপ করে দিবে । এখনও হয়ত অনেক ঝারবে ।

বাট আমার পক্ষে ঐ ঝারির চেয়ে বিটিসিএলের ৫১৭টাকায় আনলিমিটেড প্যাকেজটা খুবই দরকার । ভাইরে আমার তেমন ডাউনলোড করার দরকার পড়ে না । পড়ে না বললে ভূল হবে আমার ক্যাম্পাসের কম্পিউটার ল্যাবের নেট মোটামুটি ভাল স্পিড দেয় । মাঝে মাঝে ৫০০কেবি । এমনিতে ১০০-২০০ হয় ।

আজকেই ৪০ মিনিটে ৫০০মেগা ডাউনলোডাই আসলাম । মাগার বাসায় যতক্ষন থাকি আমি নেটে থাকি । যদি আমি না থাকি আমার ছোটভাই নেট ইউস করে । এ ওয়েবসাইট থেকে সে ওয়েবসাইট সারাদিন । খালি ফেসবুক না বিভিন্ন ব্লগ গুলাতেও আমি ঢুকে থাকি ।

বিশেষ করে টেকি ব্লগ গুলাই একটু বেশিই বেড়াই । ***********এখন আসল কথায় আসি একটু হেল্পান । ১। বিটিসিএল সংযোগ নিতে চাইলে কি কি করতে হবে । কোথায় কোথায় যেতে হবে ।

২। কি কি কিনতে হবে । কোনটা কিনলে ভাল হবে । (অবশ্যই কম দামে) ৩। সব মিলে মোট কত টাকা পরবে ।

৪। মাঝে মাঝে শুনি বিটিসিএল বহুত ঝামেলা করে । সেইটা কিসের । ৫। আমি জানতে পারছি আমাগো বাসা থেকে ৩০কদম দূরেই টেলোফোন সংযোগওয়ালা বাড়ী আছে ।

৬। ADSL Modem যেটা কিনব সেটা নাকি Huawei মডেম না হয় একথা একজন বলল । তার সাজেশন TD-8840T (4 lan port) ২২০০ টাকা আনুমানিক কেনার জন্য । দামটা সঠিক কত কারও জানা থাকলে ভাল হয় । ৭।

ভাই সবাই কয় বিটিসিএলের লাইন নাকি ঝামেলাপূর্ন । কারনটা কি । কি কি মেইন প্রবলেম হতে পারে । ৮। আমাকে হয়ত টেলিফোন লাইন নিতে হবে ।

কিন্তু কাউকে কোনদিন কল করব না এটা মোটামুটি শিউর । এমনকি বাড়ির কেউও করবে না । যেহেতু সবারই মোবাইল আছে । কোন বাড়তি বিল গনতে হবে না তো ? আমি BCube Infinity-128 128K Unlimited Tk. 450 /Month এই প্যাকেজ নিব ভ্যাটসহ বিল হবে ৫১৭ আমাকে কি কোন কারনে এর চেয়ে বেশি বিল গনতে হতে পারে ?? তাহলে বিপদে পড়ে যাব । ৯।

আমার বাজেট ৩০০০ এর একটাকা বেশিও খরচ করা সম্ভব না । সো দয়া করে যেগুলা কিনতে হবে সেইভাবে বলবেন । (আমার জানা মতে হয়ে যাওয়ার কথা) যারা অভিজ্ঞতা থেকে জবাব দিনে তাদের আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখলাম । দয়া করে উত্তরগুলো জানা থাকলে জানাবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।