আমাদের কথা খুঁজে নিন

   

এই গ্রেনেড বাংলার হৃদপিণ্ড

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! দণ্ডপ্রাপ্ত সুখগুলো অবিরত গ্যাছে যাচ্ছে... মুছে অশ্রুধারা- শোকাচ্ছন্ন শরীরের নিদ্রিত আঁধারে । শুধুই অবিরত মুছে গ্যাছে... যাচ্ছে ! দুঃখিনী মায়ের বৈধব্যের ক্রুশবিদ্ধ ফাটলে শুধুই দেখি সেঁটে আছে জারজ সত্যে প্রনয়ন করা রাষ্ট্রনীতির স্তম্ভ ! শুধুই আজ ক্রোধান্বিত মায়ের বৈধব্যে সেঁটে আছে... জারজ সত্যের ঘোমটায় সাজিয়ে নিলো যারা রাষ্ট্রনীতি অতঃপর ওদের,ভয়ানক গ্লানিমাখা আকাঙ্ক্ষাগুলো কুৎসিত স্বপ্নগুলো ঠেসে দিলো ধমনীতে অভিনব সব কৌশলে অথচ,শকুনের মত ঠুকরে ঠুকরে গেলো আমাদের স্বপ্নগুলো... আর গলে পরা পিচের মত রক্ত ঝরাল কলজেয়- বড় অসময়ে ভ্রষ্ট সভ্যতার অইসব নষ্ট শুয়োরই -দুঃস্বপ্নের রাতের দিকে নিয়ে গেলো ক্রমাগত । আহারে,আমার মা, আমার দেশ,রক্তে কেনা অমূল্য মানচিত্র দুঃস্বপ্নের রাত্রি হয়ে ভেসে ওঠে বারবার... এই তো সেই পুরনো শকুন, দুঃস্বপ্নের নগ্ন নৃত্য- স্বাধীনতা-তবে শুধুই কি মেকি প্রসাধনী ! সন্তান হারা পিতার আর্ত চিৎকার ধর্ষিতা বোনের রক্তাক্ত শাড়ি শুধুই-! কি আজ বীভৎস রুপ ! চোখ বন্ধ হয়ে আসে আড়ষ্টতায়- মায়ের গ্রীবায় আমার ঠোঁট বসিয়ে গ্যাছে আছে... গণতন্ত্র বেশধারী যেসব স্বৈরাচারী শকুন- অই কাপুরুষ গুলো জেনে নিক এবার- ওদের প্রনয়ন করা রাষ্ট্রনীতির সংকীর্ণতা চিরে এই সবুজাভ নিসর্গে ফুটে ওঠবে ১৬ কোটি গ্রেনেড জ্বলে উঠবে নিশ্চিত এই রক্তাক্ত মানচিত্রে ! আবারো জ্বলে উঠবে ওরা... প্রসন্ন ভবিষ্যতের অভিপ্রায়ে এক একটি সম্ভাবনাময় ফুল উন্মুখ গ্রেনেড হয়ে ফুটবে । অসম্ভব শোকের পিনপিতন নীরবতায় যে মা আমার অবিরত গ্যাছে যাচ্ছে... মুছে অশ্রুধারা- তার সবুজাভ নিসর্গে ফুটে ওঠবে ১৬ কোটি গ্রেনেড দুঃস্বপ্নের দীর্ঘ রাত্রি পেরুতে জেনে নিক শুয়োর গুলো এবার... ৮ জুলাই ২০১২ শেষ রাত্রি,গাজীপুর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।