নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
কাঠগোলাপ, কাঁচা আবেগের পদ্য। উপরে রেইনট্রি শিমুল। কার্জন হল। ডান পাশে গর্বিনী ফুলের বৃক্ষ, দুর্বায় শিশিরে ঝরে আছে গোলাপী ফুলের রাজকন্যা। হলের পুকুর পেরিয়ে হেটে গেছি খুব ভোরে।
তখনো চাবি দিয়ে দপ্তরি ভবনগুলোর গেট খুলে দেয় নি। তালা ঝুলে আছে অপেক্ষায়। অথবা ধাঙর ঝাঁট দিচ্ছে দোয়েলের পথ। বই চেপে, আগে ভাগে চলে যাওয়া , চামড়ার বহু ব্যবহৃত সেন্ডেলে দু এক পশলা কাদায়, সকাল মেলেছে পাপড়ি। কাঠগোলাপে।
*
বেঁচে থাকলে আত্মা আমার স্কিপিং রোপের মত অস্থির, মরে গেলে শরীরের কণা ভেঙে ইলেক্ট্রন ছুটে যাবে। হাইজেনবার্গ তো বলেই গেছেন, অনিশ্চিত দশা থেকে কস্মিনকালেও মুক্তি নেই।
*
নীল আকাশে ভারমিলিয়ন জলরঙ ছড়িয়ে
সমুদ্রে ডুবে যাচ্ছে সূর্য, সোডিয়াম ক্লোরিনে ভিজে যাচ্ছে সিঁদুর
অন্ধকার গলে যায় ভারমিলিয়ন জলে
সমুদ্রের দূরে মাছ ধরে ফিরে গেছে জেলে তার বাড়ি
পেরেনিয়াল এভারগ্রিন বাঁশের বাড়ি, ফিরে যাচ্ছে মানুষেরা
কাল জেলে, সাদা শাড়ি পর্যটক, জং পাখি ও নতুন মাছ
নীল আকাশ জলরঙ ছড়িয়ে দিলো ভারমিলিয়ন সিঁদুরে
*
আজ দুপুরে অন্তরের মুল্যহ্রাস
সুন্দর বিক্রিত একদামে;
মহাজনের আড়ং এ জ্ঞান উঠেছে নিলামে;
ঘুমাই জেগে থাকি, আলো অন্ধকারে যাই
মাথার ভিতর জীবনের মত বোধ খেলা করে
--
ড্রাফট ১.০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।