আজ অতুক্তি মুখে মন্দভাষার ছড়াছড়ি । দ্রব্যমূল্য এবং জ্বালানীর উর্দ্ধগতিতে সততা আজ লেজ তুলিয়ে পালাচ্ছে । সবকিছুর মূল্য বৃদ্ধিতে উচ্চবিত্ত হয়ে গেছে মুনাফা লোভী ,নিম্নবিত্ত পরিণত হয়েছে চোর ডাকাতে আর মধ্যবিত্ত হয়ে গেছে গরীব বা পরিণত হয়েছে অসত্ লোকে । এ সব কিছুর জন্য সরকারের জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি অনেকাংশে দায়ী । এর প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থায় ,দ্রব্যমূল্যে ,মানুষের চরিত্রে ।
একটা উদাহারণ দিই :কোয়ালিম্যাক্সের একটি পণ্যের কেনামূল্য একই থাকার পর ও বিক্রি মূল্য পূর্বের চেয়ে ১০ টাকা বেশী । এক্ষেত্রে মুনাফা পেয়েছে উচ্চবিত্ত । আবার বাসা বাড়ি ,জিনিসপত্রের দাম বাড়ায় বা অজুহাতে গাড়ি শ্রমিকরা বা নিম্নবিত্তরা (রিক্সা ,টেক্সি ,বাস...চালক এবং অন্যান্য ) তাদের শ্রমের মজুরি অনেক ক্ষেত্রে বাড়িয়ে নিচ্ছে । আর এর ফল ভোগ করছে বর্তমানের গরীব বা মধ্যবিত্তরা । অন্যরা দাম বাড়ার সাথে সাথে নিজেরা এর সুফল পাচ্ছে কিন্তু মধ্যবিত্তরা কীভাবে পোঁষাবে ? তাদের চাকরিতে তো আর তেমন পয়সা বাড়িয়ে দিচ্ছে না ।
কিছু মধ্যবিত্ত হয়ত তাদের কর্মক্ষেত্রের সুবিধার জন্য ঘুষ খাওয়ার ব্যপারটা বৈধ করে নিয়েছেন । বাকিরা এমন চরম খারাপ অবস্থায় যে ,তাঁরা বলতে পারছে না লজ্জায় আর মরতে পারছে না পরিবারের চিন্তায় । শেষ পর্যন্ত সরকারের পায়ের চাপে মরল মধ্যবিত্তরাই । এই কথাগুলো এতদিনের জ্বালানো ব্যথার প্রকাশ । এই ক্ষোভের সমাপ্তি নির্বাচনে কিংবা বড় কোন আন্দোলনেই প্রকাশ পাবে ।
দেশের মানুষ আস্তিক তৃতীয় শক্তির অপেক্ষায় । একজন যোগ্য নেতৃত্বের অপেক্ষায় । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।