আমাদের কথা খুঁজে নিন

   

'নগর ভাবনা' বক্তৃতা পর্ব-০১

স্মৃতিগুলো একপাল কুকুরের মত খিঁচিয়ে ধাড়ালো দাঁত মনের পেছনে করে তাড়া আমি বা আপনি যে জায়গাটিতে আজ দাঁড়িয়ে ধারণ করি আপন আপন নীড়, স্বপ্ন দেখি আধুনিক জীবনমানের তারই প্রতিচ্ছবিতে ভেসে উঠে নগর। তাহলে প্রশ্ন আসে নগর কী? কেন এই নগর? কাদের জন্য এই নগর? কি চেতনা কাজ করে নগর ধারণার নেপথ্যে? নগরের সাথে আমাদের এই অহর্নিশ বসবাস- কতটুকু জানি আমরা এই নগরকে ? নগর কি কেবলই একটি ভৌগোলিক সীমানা নাকি আরও অনেক কিছু যেখানে নগরের পরতে পরতে মিশে আছে নগর বিকাশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মিশেল বুনট । নগরকে নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চলে আসে নগর ও নাগরিক চেতনা। আর এই চেতনাকে জানবার তাগিদ থেকে আমাদের এই ‘নগর ভাবনা’। নগরের রঙে মানুষের জীবন কতটা রঙিন? আর এই রঙিনের বৈপরীত্যে নগরের সাদাকালো জীবন বাস্তবতার উপলব্ধিতে আমাদের এই ছোট্ট প্রয়াস।

আমরা জানতে চাই আমাদের নগর জীবনকে, আমাদের নগরী ঢাকাকে, ঢাকার বাস্তবতাকে ও বদলে যাওয়া ঢাকাকে। রঙিন ঢাকার রঙগুলোকে আমরা খুঁজতে চাই, জানতে চাই ঢাকার মানুষের যাপিত জীবনকে, তাদের বৈচিত্র্যময় জীবনকে। জানতে চাই প্রাচীন নগরীর দীর্ঘসূত্রিতা ও সভ্যতার সূত্র ধরে গড়ে উঠা নগরায়ণ প্রকল্পকে। খুঁজে পেতে চাই আমাদের এই নগরের আমিত্বকে, আর এই আমিত্বকে জানতেই, ধারণ করতে চাই নগরকে কেন্দ্র করে চর্চিত ভৌগলিক, ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নৃবৈজ্ঞানিক প্রেক্ষিতসমূহকে। বুদ্ধিবৃত্তিক এই সকল মতভিন্নতার সামগ্রিকতাকে ধারণ করে ‘নগর ভাবনা’ রচনা করতে চায় নতুন জ্ঞান চর্চার পটভূমি, স্বপ্ন দেখতে চায় একটি স্বমহিমায়-স্বপরিচিতিতে প্রতিষ্ঠিত নগরী ঢাকাকে এবং সমৃদ্ধ করতে চায় আমাদের নগর কেন্দ্রিক ভাবনাগুলোকে।

তাই আমরা কামনা করছি আপনাদের সহযোগীতা যে সহযোগীতায় অনুপ্রাণিত হবে নগর চিন্তা এবং সমৃদ্ধ হবে আমাদের নগর জ্ঞান ও আমাদের ফোরাম ‘নগর ভাবনা’। আলোচক অধ্যাপক ড. মুনতাসীর মামুন ইতিহাস বিভাগ, ঢাবি অধ্যাপক ড. আফসার আহমদ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাবি অধ্যাপক ড. সুফি মোস্থাফিজুর রহমান প্রতœতত্ত্ব বিভাগ, জাবি Jermy Turner এর docu-fiction- "Filthy Cities :Medieval London সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০টা তারিখঃ 8/07/2012 স্থানঃ জহির রায়হান মিলনায়তন,জাবি আয়োজকঃ ৩৮ তম আবর্তন, নৃবিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।