ঈদ উপলক্ষে টি শার্ট ,জিন্স,শার্ট এর বিজনেস করব ভাবছিলাম বাসায় বসে, ভাইয়ার একটা কমেন্ট পড়ে মনে হল,আসলেই তো এভাবে খুব ভাল কিছু একটা করা যাবে না,শুরুটা ভালভাবেই করি,যেহেতু টি শার্ট এর বিজনেস টা সারা বছর থাকে তাই ইচ্ছে করলেই তো আমি বাসায় বসে সারা বছর এই বিজনেস টা করতে পারি,ক্যাপিটাল ও খুব বেশি লাগছে না,আস্তে আস্তে নিজের একটা ব্যান্ড দাড়া করা যাবে,নিজের ডিজাইন দিয়েও কিছু টি শার্ট বানানো যাবে,যে ভাবা সেই কাজ,খোজ খবর নিচ্ছি। এখন আমার প্রয়োজন হল এ ব্যপারে কিছু ইনরমেশন জানা,টি সার্ট জিন্স এরক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে? কোথ থেকে,কিভাবে ,কি দেখে কিনলে ্খরচ মিনিমাইজ হবে,লাভ ম্যক্সিমাইজ করা যাবে,যারা এ ব্যপারে জানেন,বা কার কাছে গেলে জানা যাবে প্লিজ জানান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।