আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট বোন (নাসরিন) অসুস্থ, ওর একটা কিডনী প্রায় নস্ট হয়ে গেছে...

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত। আমার ছোট বোন (নাসরিন) অসুস্থ। ওর একটা কিডনী প্রায় নস্ট হয়ে গেছে। তাই বিপ্লবীদের কথা’র http://www.biplobiderkotha.com কার্যক্রম কিছু দিনের জন্য স্থগিত থাকবে। (এই ছবিটি ডান পাশে আমার বড় বোনের মেয়ে, বাম পাশে আমার ছেলে ও মাঝখানে আমার ছোট বোন ও তার মেয়ে)।

Ivu রিপোর্ট বলছে-- নাসরিনের একটা কিডনীর-মধ্যে পানি জমে আছে, তাই কিডনীটি অনেক ফূলে আছে এবং যে কারণে উইরিন পাস হতে সমস্যা হচ্ছে। ৬২ ভাগ কার্যকারিতা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। কিডনী হাসপাতালে ভর্তি হওয়ার জন্য গত বুধবার থেকে লাইনে (সিরিয়াল) দাড়িয়েছি। এখানে প্রতিদিন সিট খালি হয় ২/৩ আর ভর্তির জন্য আবেদন পড়ে ৩০/৩৫ টা। নাসরিনের চিকিতস্যার অনেক টাকা প্রয়োজন।

তাই প্রথমে ৪ জন শুভাকাঙ্খির কাছে আমি কিছু টাকা ধার চেয়েছিলাম। সকলেই আমাকে মেসেজ করে জানিয়ে দিয়েছে, তারা টাকা দিতে পারবে না। অথচ আমি যে টাকা তাদের কাছে চেয়েছিলাম, তা ছিল খুবই সামান্য। বরং তারা ইচ্ছা করলে আমার চাওয়ার চেয়ে কয়েকশতগুণ বেশী টাকা দিতে পারতো। পরে আরো কয়েকজন মানবতাবাদী শুভাকাঙ্খীর কাছে মাত্র ১০,০০০ ও ৫০০০ করে টাকা ধার চেয়েছি, কিন্তু তারাও টাকা না দেওয়ার জন্য নানা ওযুহাত দেখিয়েছেন।

অনেকে এমনভাবেও বলেছে যে, অবস্থাটা এমন_উলটো তাকে টাকা ধার দেওয়া প্রয়োজন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।