আমাদের কথা খুঁজে নিন

   

হৃদ ঘুড়ি

অনিচ্ছাকৃত ভুলে ভরা জীবনে' সুদূর অভিযান, মৃত অথবা বীজিত! দুখের গান। আক্ষেপ শুধু রয়ে যায়, হায়~হায় হাহাকার ভুলে। দ্বিধা তবু একসাথে পথ চলে! "দেখা হবে বন্ধু?" ...."অন্তরীনের অন্তপুরে' স্বাধীন আগমনি সুরে" ...."সদুর পরাহত আলোকবর্ষ!' মনটি খুলে হেসো" কাঁদাতে~কাঁদাতে হাসাতে ভুলেছি' ধুলোর আস্তরে নাম লিখেছি! তবুও কি পিছু হটেছি? পালালে সেই তুমি ই। আজো পথের মোড়' বিজয় সারণী/\ প্রতিক্ষার প্রহর' গুণতে ভুলে যাওয়া অন্তর্যামিনী! ভালো থেকো! ঠিক আছি¡ হৃদ ঘুড়ি' রক্তিম করে, এখনো বরশা'"" ঝরানো ভুলে যাবো! অভ্যেস করছি!¡

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।