দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
ডান হাতে খাই মোরা
বাম হাতে পরিস্কার,
পাম মারা বামদের
চল করি তিরস্কার। ।
আশা দেশ গড়বেন ডিজিটাল
আমাদের আপা,
ব্যার্থতার কারন পাশে থাকা
লোক গুলো ফাঁপা। ।
জামাতের জাঁতাকলে
ক্ষত আজ বিন্পি,
ভাবি মোদের দিশে হারা
সাথে সব হিপ্পি। ।
দিশেহারা চোখে তিনি নিতে চান
সকলের হৃদ-স্বাদ,
আরতো কেউ নয় মোদের
জাতীয় চাচা এরশাদ। ।
ধর্ম নিয়ে রাজনীতির
আছে কিছু হায়না,
সাধারন জনগন মোরা
তাদের চাইনা।
।
বিঃ দ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের উপরে, নিচে, ডানে, বামে, চামে এবং চিকনে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কি না বলে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।