সামুতে এক নতুন স্টাইল এর জনপ্রিয়তা ব্যাপক হারে বেড়েছে । হাসিনা–খালেদার মৃত্যু কামনা, দুর্নাম এবং যাচ্ছেতাই ভাষায় তাদেরকে গালিগালাজ দিয়ে পোষ্ট। জানি না নীতি বিবর্জিত এই সব পোষ্ট এর উদ্দেশ্য কি তবে দিনের শেষে যোগ বিয়োগে দেখা যায় যে পোষ্ট হিট ।
কেও লিখে হাসিনাকে গালি দিয়ে বা কেও লিখে খালেদাকে নিয়ে গালি আবার এক নতুন সংযোজন হল দুই জন কেই গালি দিয়ে পোষ্ট । কিন্তু প্রতিটি পোষ্টই বাংলাদেশী হিসেবে আমাদের জন্য অপমানজনক ।
যেই জিনিস গুলি ওইসব পোষ্ট এ গিয়ে অনুমেয় হয় ,
প্রথমত,মানের দিক থেকে থার্ড ক্লাস বললেও ভুল, ওই সব পোষ্ট এ আর যাই হোক একটা ইঙ্গিত সুস্পষ্ট যে যে বা যারাই এসব পোষ্ট দিচ্ছেন তারা এই দুই নেত্রীর মৃত্যু কামনা করছেন ।
দ্বিতীয়ত,খুব সুন্দর করে ইঙ্গিত দেয়া হয় অশুভ তৃতীয় পক্ষের আগমনের উস্কানি। যা হতে সেনাবাহিনীর শাসন কিংবা জামাত শিবিরের শাসন ।
তৃতীয়ত , স্পষ্টই তাদের লক্ষ বোঝা যায় যে দেশের স্বাধীনতার পক্ষের যেই শক্তিগুলু সেগুলুকে কটূক্তি করা এবং এক অন্য প্রজাতির মানুষদের দলের নেতাদের কিছুটা হাইলাইট করা ।
চতুর্থত , এরা মানুষকে বোঝাতে চায় এরা সাধারন মানুষ যারা অনেক কষ্টে আছে আমাদের মত এবং সেই থেকে এই পোষ্ট কিন্তু আসলে পুরাই ভণ্ডামি।
পঞ্চত , মারাত্তক হিট কামান দুই দলের নেত্রিকে বাজে কথা লিখে । কেননা বি এন পি –আওয়ামিলিগ এর ভক্তরা এসে অন্তত গালিয় যদি দেয় তাহলেও পোষ্ট হিট ।
কিন্তু সমস্যা হয় কোথায় জানেন ? এদের যেই জ্ঞ্যান তাতে মানুষের কাছে ধরা খাবে নিশ্চিত । আর এরা ভাবে নিজেদের মারাত্তক চালাক যেটা আরেকটি ভুল তাদের ।
আর মোডারেটরদের মডারেসনও প্রশ্নবিদ্ধ ।
কেননা এইসব পোষ্ট এক কথায় দেশ বিরোধী । একজন দেশের দুই প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করবেন আর মোডারেটর কোন ব্যাবস্থা নিবে না এ কেমন কথা ।
প্রথমত মোডারেটর এর উচিৎ এরুপ নিক ব্যান করা ।
দ্বিতীয়ত এরুপ ব্যাক্তিদের ব্যাপারে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনির দৃষ্টি আকর্ষণ করা ।
তৃতীয়ত আমাদের উচিত এরুপ পোষ্ট এ সবাই মিলে রিপোর্ট করা ।
আমি কথা গুলি বলছিলাম সবার উদ্দেশে আওয়ামিলিগ এবং বি এন পি সমরথক ভাইদেরকে । ভাই এমন যেন না হয় নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে দেশ বিরোধীদের সুযোগ করে দেই ।
আজ শব ই বরাতের রাতে এটিই হোক আমাদের কামনা । ধন্যবাদ ।
বিশেষ আপডেটঃ
ওই তথাকথিত তৃতীয় পক্ষ ইতিমধ্যে হাসিনার লাত্থি খেয়েছে এবং শিগ্রই খালেদার লাথিও খাবে ।
ইনশাল্লাহ ।
নতুন পোষ্ট আপডেট ----
চাচ্ছিলাম না আবার কিছু লিখি কিন্তু আসলেই ছাগুদের উপর যেই অমানবিক অত্যাচার করা হল শেষ ২০ বছর টা খুবই খারাপ হয়েছে এবং তারা আমাদের দেশে যেই ছাগুটিজিং এর শিকার তার কথা মাথায় রেখে নতুন পোষ্ট
"ছাগুটিজিং" এক সামাজিক ব্যাধির নাম । প্রানি বৈচিত্র্য বজায় রাখিতে "ছাগু" অপরিহার্য। "ছাগুটিজিং" বন্ধ করিতে চাই সামাজিক আন্দোলন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।