আমাদের কথা খুঁজে নিন

   

"দুই ইঞ্চি জায়গা হবে''?

প্রতিদিনই অদ্ভুত এক ইচ্ছা জাগে আমার, ইস!আমি যদি কচ্ছপ হতে পারতাম। কি চমৎকারভাবে মাথাটা দেহের ভিতরে গুটিয়ে নিয়ে পথ চলতে পারতাম,শরীরে শক্ত একটা খোলস থাকতো, অপমান বোধটা গায়ে লাগতো না।কিন্তু নিয়তির ছকে আমি বাধা, আমি কখনো কচ্ছপ হয়ে উঠিনা। গেল কয়েকদিন যাবত জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রানুর ''চুদুর বুদুর'' আর শাম্মীর ''চোতমারানী'' তথা হেলাল হাফিজের একটি কবিতা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সংসদে। অথচ এ কবির আরেকটি সুন্দর কবিতা রয়েছে যেটা আওয়ামী লীগের কোনো পুরুষ এমপি বলতে পারতেন সংসদে।তাহলে হয়তো বিবাদটা মিটে যেত.. নিচে হেলাল হাফিজের কবিতাটা দেয়া হলো "দুই ইঞ্চি জায়গা হবে''? বহুদিন চাষাবাদ করিনা সুখের। মাত্র ইঞ্চি দুই জমি চাই এর বেশী কখনো চাবো না, যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত তবু ওটুকু পাবো না, এমন কী অপরাধ কখন করেছি!? ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই ক্ষোভ নেই লাবন্যের পুষ্টিহীনতায়, যাবতীয় সার ও সোহাগ দিয়ে একনিষ্ঠ পরিচর্যা দিয়ে, যোগ্য করে নেবো তাকে কর্মিষ্ঠ কৃষকের মত।"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।